রাফাহ্‌ তোরসা: জেন–জি সেনসেশন, ‘প্ল্যান বি’ ও নতুন সিনেমা ‘মাটি’–র সঙ্গে ক্যারিয়ার আপডেট - Mati News
Friday, December 5

রাফাহ্‌ তোরসা: জেন–জি সেনসেশন, ‘প্ল্যান বি’ ও নতুন সিনেমা ‘মাটি’–র সঙ্গে ক্যারিয়ার আপডেট

বাংলাদেশি তরুণ দর্শকদের প্রিয় মুখ রাফাহ্‌ তোরসা (Rafah Torsa)। মডেল, অভিনেত্রী, উপস্থাপক এবং ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খেতাবজয়ী এই তারকা বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু।

Rafah Torsa
রাফাহ তোরসা

সম্প্রতি তিনি অভিনয় করেছেন অরিজিনাল কনটেন্ট ‘প্ল্যান বি’–তে, যা বিশেষ করে জেন–জি দর্শকদের জন্য নির্মিত। এই সিরিজে সহশিল্পী হিসেবে ছিলেন রাকিন, ফাহিম, ইশরাত ও রুদ্র। রাফাহ্‌ তোরসা বলেছেন,
“এটি কোয়ালিটি ফান কনটেন্ট, অনেকে পছন্দ করছেন। কাজটা আনন্দের সঙ্গে করেছি।”

নতুন সিনেমা ‘মাটি’–র শুটিং অভিজ্ঞতা

রাফাহ্‌ তোরসা বর্তমানে কাজ করছেন নতুন সিনেমা ‘মাটি’–তে, যা ঝিনাইদহ জেলার মহেশপুরে শুটিং হচ্ছে। তিনি বলেন,
“লোকেশন, গল্প, কাজ—সব মিলিয়ে দারুণ এক ভাইব। গতানুগতিক কমার্শিয়াল সিনেমার বাইরে, একেবারেই ভিন্ন। পুরো টিমই চমৎকার। ইটস আ রিয়েলি গুড এক্সপেরিয়েন্স।”

Rafah Torsa
রাফাহ তোরসা

কনটেন্ট বাছাই ও মিডিয়া প্রাধান্য

রাফাহ্‌ তোরসা বলেছেন,
“সবার আগে মাথায় থাকে টিমটা কেমন। প্রোডাকশন, ডিরেক্টর, গল্প—সব মিলেই সিদ্ধান্ত নেই। সিনেমা আমার সবচেয়ে বেশি প্রিয়। এরপর ওটিটি, তারপর নাটক।”

প্রথম সিনেমা ‘নির্জন স্বাক্ষর’

রাফাহ্‌ তোরসার প্রথম সিনেমা ‘নির্জন স্বাক্ষর’ এখনও মুক্তি পায়নি। এই সিনেমায় তার সহশিল্পী ছিলেন খায়রুল বাসার, যিনি তার ঘনিষ্ঠ বন্ধু।

হিট গান ‘সন্ধ্যা নামিল শ্যাম’

রাফাহ্‌ তোরসা Rafah Torsa বলেন,
“হঠাৎ প্রস্তাব পেলাম। গানটি শুনে ভালো লেগেছে। মানুষ এখনো ভালোবেসে মনে রেখেছে।”
এই গান তার ক্যারিয়ারে একটি উল্লেখযোগ্য মুহূর্ত হিসেবে বিবেচিত।

Rafah Torsa
রাফাহ তোরসা

পডকাস্ট ‘She’–র দ্বিতীয় মৌসুম

নারীকেন্দ্রিক পডকাস্ট ‘She’–র প্রথম মৌসুম প্রশংসিত হয়। রাফাহ্‌ তোরসা জানিয়েছেন,
“উইমেনহুড নিয়ে কথা হয়, সমাজের নানা পেশার নারীরা অতিথি হন। ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হিসেবে ইতিবাচক বার্তা ছড়াতে চাই।”


কেন এখন রাফাহ্‌ তোরসা Rafah Torsa ট্রেন্ডিং?

  • জেন–জি প্রিয় ‘প্ল্যান বি’–তে অভিনয়
  • নতুন সিনেমা ‘মাটি’–র শুটিং
  • ভাইরাল গান ‘সন্ধ্যা নামিল শ্যাম’
  • নারীকেন্দ্রিক পডকাস্ট ‘She’–র সফলতা
  • মডেলিং, নাটক, ওটিটি ও সিনেমা—সব মাধ্যমেই সক্রিয়

Rafah Torsa
রাফাহ তোরসা

জেন–জি দর্শকের জন্য নতুন ধারার কনটেন্ট, বহুমুখী প্রতিভা এবং ধারাবাহিক কাজের মাধ্যমে রাফাহ্‌ তোরসা এখন দেশের তরুণ প্রজন্মের সবচেয়ে প্রিয় মুখ। ‘প্ল্যান বি’ ও ‘মাটি’–র মতো ভিন্ন প্রকল্পে তার অভিনয় এখনো আলোচিত, এবং ভবিষ্যতে আরও বড় কিছু করে দেখাবেন বলেই আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *