নেটফ্লিক্সে বাঁধনকে নিয়ে আসছেন ভরদ্বাজ, সিনেমার নামটা জানেন? - Mati News
Friday, December 5

নেটফ্লিক্সে বাঁধনকে নিয়ে আসছেন ভরদ্বাজ, সিনেমার নামটা জানেন?

আজমেরী হক বাঁধনকে (Azmeri huq Badhan) দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে। বিশাল ভরদ্বাজের ‘খুফিয়া’য় আছেন তিনি (Khufia)। ছবিটির টিজার প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। এর ফলে বলিউড দুনিয়াতেও অভিষেক হলো বাংলাদেশি এ তারকার।

Azmeri badhan khufia

আজ (২৯ আগস্ট) নেটফ্লিক্সের ইউটিউব চ্যানেলে অবমুক্ত হয় টিজার। ৪৭ সেকেন্ডের এই ভিডিও ক্লিপে প্রথমেই হাজির হন বাঁধন। যেখানে বলিউডের নন্দিত অভিনেত্রী টাবু, আলি ফজল, আশিষ বিদ্যার্থীকে দেখা গেছে। জানা যায়, নেটফ্লিক্সের সিনেমাটি নির্মিত হয়েছে অমর ভূষণের বই ‘এসকেপ টু নোহোয়ার’ অবলম্বনে। যেখানে গল্পের প্রয়োজনে একজন বাংলাদেশের অভিনেত্রী প্রয়োজন ছিল পরিচালকের। সেই চরিত্রেই অভিনয় করেছেন বাঁধন।

ছবির জন্য ঢাকার একজন নায়িকা লাগবে জানিয়ে প্রথমে প্রস্তাব পাঠিয়েছিলেন বিদ্যা সিনহা মিমের কাছে। এরপর মেহজাবীনকেও একই প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়েছেন ‘মকবুল’, ‘ইশকিয়া’,  ‘হায়দার’, ‘ওমকারা’-খ্যাত ভরদ্বাজ।

দুই অভিনেত্রীরই একই মন্তব্য, ছবিটির গল্পের সঙ্গে নেতিবাচকভাবে জড়িয়ে আছে বাংলাদেশের নাম।

তবে প্রস্তাবটি লুফে নেন ‘রেহানা মরিয়ম নূর’-খ্যাত আজমেরী হক বাঁধন। জানা যায়, শিগগিরই ‘খুফিয়া মুক্তি পাবে নেটফ্লিক্সে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *