বাংলাদেশের জনপ্রিয় নারী অভিনেত্রী জয়া আহসান। দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে পশ্চিমবঙ্গেও বাড়ছে তার ব্যস্ততা। গেলো শুক্রবার কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত ‘এক যে ছিল রাজা’ ছবিটি। সৃজিত মুখার্জী পরিচালিত এতে আবারো দর্শক মাত করেছেন জয়া আহসান।
কলকাতার প্রভাবশালী একটি দৈনিক সূত্রে এমনটাই জানা গেছে। তাতে বলা হয়েছে, জয়ার অভিনয়ে মুগ্ধ কলকাতা। ছবিতে জয়া আহসান ছাড়া আরো অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত, অঞ্জন দত্ত, অপর্ণা সেন, অনির্বাণ ভট্টাচার্য, রুদ্রনীল ঘোষ, রাজনন্দিনী পাল, শ্রীনন্দা শঙ্কর।
সেই খবরে আরো প্রকাশ পেয়েছে, ছবিতে সেরা চরিত্রে রূপদান করেছেন জয়া আহসান। সবচেয়ে শক্তিশালী নারী অভিনয়শিল্পী হিসেবে খুঁজে পাওয়া গেছে তাকে। সংলাপ এবং অভিনয়ে তুখোড় ছিলেন তিনি।
অন্যদিকে, যিশু সেনগুপ্তের অভিনয়ও প্রশংসা করেছেন অনেকেই