Monday, December 23
Shadow

পরীমণির সংসারে ভাঙনের সুর?

আবারও আলোচনায় চিত্রনায়িকা পরীমণি। স্বামী শরিফুল রাজের সঙ্গে দাম্পত্য কলহের জ্বলজ্যান্ত ইঙ্গিত এসে গেল প্রকাশ্যে। জড়িয়েছে চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ও পরিচালক রায়হান রাফীর নামও। বুধবার মধ্যরাতে ফেসবুকে ছুড়ে দেওয়া এক পোস্টের সুবাদে পরী আবার টক অব দ্য টাউন।

পরীমণির সংসার

পরীর সেই আবছায়া পোস্টকে ঘিরে তৈরি হয়েছে রহস্য। তাতে ‘মেনশন’ করা হয়েছে রাফী, মিম ও রাজকে। রাফীর উদ্দেশে পরী লেখেন, ‘সিনেমার সঙ্গে সঙ্গে দালালিটাও ভালো করেন দেখি।’ মিমকে ট্যাগ করে লেখেন, ‘নিজের স্বামীকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল।’ শেষে রাজকে বলেন, ‘এটা এতদূর গড়াতে  দেওয়া উচিত হয়নি তোমার।’

স্ট্যাটাসের পরই ছড়ায় জোর গুঞ্জন—রাজ-পরীর সংসারে কিঞ্চিৎ ফাটল ধরল! নাকি টানাপোড়েন পর্যন্তই?

এদিকে, পরীর পোস্টের পর মিমও দেন এক দীর্ঘ পোস্ট। তাতে এ নায়িকা লেখেন, ‘পরাণ ও দামাল সিনেমার আকাশছোঁয়া সাফল্য আমাকে স্বার্থহীন ভালোবাসায় ভাসাচ্ছে। বলতে পারি, জীবনের সেরা সময় পার করছি। ঠিক এ সময়ে একটা পক্ষ আমার পথচলায় ঈর্ষান্বিত হয়ে, আমাকে থামিয়ে দিতে, আমাকে জড়িয়ে কুৎসা রটানোর চেষ্টা চালাচ্ছে। কখনোই নিজের পেশাদার জীবনের সঙ্গে এমন কিছু যুক্ত করতে দিইনি, যা আমার পথচলা প্রশ্নবিদ্ধ করতে পারে। আমি জানি আমার পারিবারিক শিক্ষা ও মূল্যবোধ কী, বেড়ে উঠেছি কোন ধরনের পারিবারিক আবহে। এখন যে বা যারা প্রমাণ ছাড়া আমাকে নিয়ে ভিত্তিহীন কথা বলছে, তাদের প্রতি নিন্দা জানানোর ভাষা নেই। এসব নিয়ে বাড়াবাড়ি হলে আমি অবশ্যই প্রচলিত আইনে ব্যবস্থা নেব।’

এ বিষয়ে শরিফুল রাজ বলেন, ‘এ স্ট্যাটাস যেহেতু পরীমণির দেওয়া, তাই এ নিয়ে সে-ই বলুক। আমার কোনো মন্তব্য নেই।’

এ বিষয়ে পরীমণির সঙ্গে কথা হয় কালবেলার। পোস্টটি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘বলব, বলব, অপেক্ষা করেন। এখন কথা বলতে পারব না। মুড ভালো নেই।’

রাজের সঙ্গে সংসার ভাঙার গুঞ্জন প্রসঙ্গে এ নায়িকা বলেন, ‘যে যা ইচ্ছা করুক, বলুক। আমার কিছুই বলার নেই।’ সংসারে কোনো সমস্যা হয়েছে কিনা—এমন প্রশ্নে সরাসরি উত্তর না দিয়ে তিনি বলেন, ‘বোঝেন না, কী হচ্ছে!’

রাজ ও মিম একসঙ্গে ‘দামাল’ সিনেমায় অভিনয় করেছেন। এটি গত মাসে মুক্তি পেয়েছে। ছবিটির প্রমোশনে মিমের হাত ধরে রাজকে হাঁটতে দেখা গিয়েছিল। সে সময় একটি ভিডিও ভাইরাল হলে সিয়ামের প্রসঙ্গ টেনে ফেসবুকে পরী লেখেন, ‘সিয়ামকে সিনেমার বাইরে কোনো নায়িকার হাত ধরে চটকাচটকি করতে দেখিনি কোনোদিন। তার ব্যাপারটা আমার হেব্বি লাগে।’

বিষয়টি নিয়ে একাধিকবার মিম ও রাফীকে কল করা হলে তাদের কেউ-ই সাড়া দেননি।

২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন রাজ ও পরীমণি। অন্তঃসত্ত্বা হওয়া ও বিয়ের খবর গত ১০ জানুয়ারি সবাইকে জানান এই তারকা দম্পতি। গত ১০ আগস্ট তাদের ঘরে আসে প্রথম সন্তান রাজ্য। গত ২৪ অক্টোবর পরীমণি ঘটা করে তার জন্মদিনের অনুষ্ঠানও করেন। সেখানে রাজের সঙ্গে প্রেম থেকে শুরু করে সন্তান হাওয়ার পর নানা অনুভূতির কথা জানিয়ে একটি প্রামাণ্যচিত্রও প্রকাশ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!