Monday, December 23
Shadow

রোমান্টিক-থ্রিলার বই “ছায়া এসে পড়ে” রিভিউ

রোমান্টিক-থ্রিলার বই “ছায়া এসে পড়ে” রিভিউধ্রুব নীলের রোমান্টিক-থ্রিলার বই “ছায়া এসে পড়ে”র রিভিউটি লিখেছেন সায়মা তাসনিম।

 

বই: ছায়া এসে পড়ে

লেখক: ধ্রুব নীল

প্রচ্ছদ: ধ্রুব এষ

 

প্রথমেই ভালো লেগে গেলো বইটির বিল্ড কোয়ালিটি। পরিপাটি সাইজ। পেপারব্যাক হলেও বেশ উন্নতমানের কাগজ। ঝকঝকে ছাপা। প্রথম দিকের কিছুটা পড়েই মনে হলো বইটা উপন্যাস নয়, নভেলা। অহেতুক কথাবার্তা বা বর্ণনা দিয়ে পাঠককে বিরক্ত করার মোটেও ইচ্ছে নেই এই লেখকের। ধ্রুব নীলের রক্তবন্দিও পড়েছিলাম আগে। দারুণ সব হরর-থ্রিলার গল্প ছিল। এবারের ‘ছায়া এসে পড়ে’ সরাসরি থ্রিলার নয়। তৈয়ব আখন্দ চরিত্রটি কিছুটা ধোঁয়াটে। একইভাবে লাবন্য চরিত্রটিকেও প্রথম দিকে বোঝা যায় না। মোটকথা আমাদের সবার চরিত্রের ভেতরই যে ধোঁয়াশা বিষয়টি আছে, সেটাই যেন এখানে একদম পরিষ্কার হয়েছে। গল্পটা এক বসায় পড়ে ফেলার মতো। ঝরঝরে লেখনী। হিউমার আছে মাপা মাপা। থ্রিলার নিয়ে বাড়াবাড়ি নেই। আছে বাবা ও মেয়ের মধ্যকার অকৃত্রিম ভালোবাসার চমৎকার কিছু রূপক। প্রকৃতি নিয়ে অতিপ্রাকৃতিক ঘোরও তৈরি করেছেন লেখক। আবার সম্পর্কের জাল কেটে বের হওয়ার প্রবৃত্তিটাও বেশ উপভোগ্য।

মোটকথা, ভালো একটি গল্প পড়ার জন্য যারা বই খুঁজছেন, কমের মধ্যে ‘ছায়া এসে পড়ে’ তাদের জন্য যুৎসই। সত্যি কথা বলতে, পড়তে পড়তে মনে হচ্ছিল, ঠিক বই পড়ছি না, যেন একটা রোমান্টিক-থ্রিলার ওয়েব সিরিজ দেখছি।

কীভাবে পাবেন? রকমারিতে ‘ছায়া এসে পড়ে’ লিখলেই বেরিয়ে যাবে অর্ডার করার লিংক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!