এসেছে নতুন নায়িকা…
মাত্র ছয় মাসে বদলে গেছে ঐশীর জীবন। চেনা জগৎ ছেড়ে ব্যস্ত হয়েছেন লাইট, ক্যামেরা আর অ্যাকশনের দুনিয়ায়। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খেতাব জিতে ঘুরে এসেছেন মিস ওয়ার্ল্ডের চূড়ান্ত আসর থেকে। সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন মিশন এক্সট্রিম নামের নতুন একটি চলচ্চিত্রে। তাহলে জান্নাতুল ফেরদৌস ঐশী এখন নায়িকা। কেমন নায়িকা হওয়ার স্বপ্ন দেখেন ঐশী?
মিশন এক্সট্রিম–এর শুটিং চলছে। এই ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। চলচ্চিত্র অভিনেতা আরিফিন শুভর বিপরীতে নায়িকা তিনি। প্রথম ছবিতেই এমন অভিনেতাকে সহশিল্পী হিসেবে পেয়ে দারুণ উচ্ছ্বসিত ঐশী। শুরুতেই সেই উচ্ছ্বাস ঢেলে দিলেন কথায়। ‘শুভ ভাইয়া অসাধারণ মানুষ। কখনো বুঝিয়ে দেন, কখনো আদর করেন, কখনো পরামর্শ দেন, কখনো বকাও দেন। তাই প্রথম ছবিতে ভাইয়াকে সহশিল্পী হিসেবে পেয়ে আমি মুগ্ধ।’
তাঁর কোনো ছবি দেখেছেন? ঐশী মনে করার চেষ্টা করেন। তারপর একনাগাড়ে বেশ কয়েকটা নাম বলেন, ‘ঢা...