Thursday, March 27

Tag: ক্রিকেটার

নারীদেহ ভোগের নেশায় মেতেছিলেন যে ক্রিকেটার!

নারীদেহ ভোগের নেশায় মেতেছিলেন যে ক্রিকেটার!

Cover Story
নারীদেহ ভোগের নেশায় মেতেছিলেন যে ক্রিকেটার! অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যালেক্স হেপবার্ন। খেলতেন ইংলিশ কাউন্টি দল উস্টারশায়ারের হয়ে। ২০১৭ সালে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন এক মহিলা। দুই বছর পর অভিযোগ প্রমাণিত হলো। অভিযোগ প্রমাণিত হওয়ায় শাস্তি পাচ্ছেন হেপবার্ন। জেল-জরিমানা হতে পারে তার।   নারীদেহ তবে তদন্তে বেরিয়ে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। ২৩ বছর বয়সী হেপবার্নের স্বীকারোক্তি অনুযায়ী শুধু ওই নারী নয়, আরও ৫৯ জনের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছিলেন তিনি। উস্টারশায়ার সতীর্থ জো ক্লার্কের সঙ্গে ২০১৬ সাল থেকে এক ধরণের ‘নিষিদ্ধ’ প্রতিযোগিতায় মাতেন হেপবার্ন। সেটি হলো- সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে নারীদের পটিয়ে তাদের বিছানায় নিয়ে যাওয়া। হেপবার্নের বিরুদ্ধে যে নারী অভিযোগ আনেন তার সঙ্গে রাত কাটানোর কথা ছিলো মূলত তার সতীর্থ ক্লার্কের। কিন্তু হেপবার্ন ঢুকে যান তার কক্ষে। ওই নার...

Please disable your adblocker or whitelist this site!