একমঞ্চে আবারও শাকিব-অপু
বিবাহ বিচ্ছেদের পর একসঙ্গে কম দেখা গিয়েছে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় জুটি শাকিব-অপু বিশ্বাসকে। শাকিব-অপু এবার সামনা সামনি হয়েছেন সেটাও সন্তান আব্রাহাম খান জয়ের জন্য। আবার কলকাতায় শাকিব শুটিংয়ের সময় কাকতালীয়ভাবে তাদের দেখা হয়। এভাবে দু একবার তাদের মধ্যে দেখা হলেও একমঞ্চে দেখা যায়নি সাবেক এই দম্পতিকে। এবার দুই জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রীকে দেখা যায় একমঞ্চে।
সম্মাননা নিতে একই অনুষ্ঠানে আসেন তারা। শুক্রবার রাতে আগারগাঁওয়ের ফিল্ম আর্কাইভ ভবন মিলনায়তনে চলচ্চিত্রে বিশেষ ভূমিকা রাখায় তাদের সম্মাননা জানায় বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)।
২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘সত্তা’র সুবাদে সেরা অভিনেতা হিসেবে পুরস্কার পান শাকিব খান। আর একই বছর মুক্তিপ্রাপ্ত ‘রাজনীতি’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান অপু বিশ্বাস। তারা দু’জনেই তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও গুণী অভিনে...