বিবেকের কাছে কী জবাব দেব : ববি
বিবেকের কাছে কী জবাব দেব : ববি
বৃহস্পতিবার প্রকাশ পেয়েছে বহুল আলোচিত ছবি ‘নোলক’-এর টিজার। শুরুতে রাশেদ রাহা ছিলেন ছবিটির পরিচালক, তবে টিজারে নাম গেছে প্রযোজক সাকিব সনেটের—‘সাকিব সনেট অ্যান্ড টিম’। এ নিয়ে চলছে তুমুল বিতর্ক। অনেকেই ছবির নায়িকা ইয়ামিন হক ববি ’র দিকে আঙুল তুলেছেন, তিনিই নাকি এসবের মূলে!
‘নোলক’-এর টিজার প্রকাশ পেয়েছে। কেমন সাড়া পাচ্ছেন?
সত্যি বলতে, এতটা সাড়া পাব ভাবিনি। ইউটিউবে অনেকে মন্তব্য করেছেন টিজারে তাঁরা ‘কেয়ামত থেকে কেয়ামত’-এর একটা ছোঁয়া পেয়েছেন। আমি সত্যিই এমন ইনোসেন্ট কোনো চরিত্র আগে করিনি। অভিনয় করার সময় অনেক দৃশ্যে কখন যে কেঁদে ফেলেছি নিজেই বুঝতে পারিনি।
ছবিটির পরিচালক কে? এই প্রশ্নে চলচ্চিত্রের অনেকেই এখন দুই ভাগে বিভক্ত। আপনার বক্তব্য কী?
‘দুই ভাগে বিভক্ত’—কথাটাই তো লজ্জার। কেন দুই ভাগে বিভক্ত হবেন তাঁরা? একটা বছর ধরে...