প্রেমিকের খোঁজে রাস্তায় নগ্ন তরুণী
প্রেমিকের খোঁজে রাস্তায় নগ্ন তরুণী
ভারতে আসার কদিন পরই আর খোঁজ নেই জার্মান প্রেমিক রবার্টের। শেষবার প্রেমিকের সঙ্গে দিল্লির পাহারগঞ্জ এলাকা থেকে ভিডিওকলে কথা বলেছিলেন স্প্যানিশ তরুণী লোরা। আর সে কারণেই প্রেমিককে খুঁজতে পাহারগঞ্জ এলাকায় নগ্ন হয়ে প্ল্যাকার্ড হাতে হেঁটে বেড়াচ্ছেন তিনি। উদ্দেশ্য এভাবে যদি প্রেমিক রবার্টকে খুঁজে বের করা যায়! তবে বাস্তবে নয়, বড় পর্দায় এমন একটি ঘটনা তুলে ধরেছেন পরিচালক রাকেশ রঞ্জন কুমার। গল্পে দেখা যাবে, জার্মান যুবকের নিখোঁজ হওয়ার ঘটনা ঘিরে সংবাদমাধ্যমে প্রকাশিত হচ্ছে একের পর এক খবর। আবার রবার্ট আদৌ জীবত রয়েছে কিনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।
এদিকে পাহাড়গঞ্জে নিজেদের রাজত্ব চালাচ্ছে জীতেন্দ্র তোমর ও মুন্নারা। তবে কি রবার্টের নিখোঁজ হওয়ার পিছনে তাদের হাত রয়েছে? যদিও রবার্টের খোঁজ না পেয়ে ভারত ছাড়তে রাজি নন লোরা। এদিনে প্রেমিকের খোঁজ করতে এসে একের পর এক...