Monday, December 23
Shadow

Tag: নারীদের

যেখানে দিনে ৭ জনের সঙ্গে সহবাসে বাধ্য করা হয় নারীদের !

Cover Story
যেখানে দিনে ৭ জনের সঙ্গে সহবাসে বাধ্য করা হয় নারীদের ! ভারতের রাজধানী দিল্লিতে একটি যৌনচক্রের সন্ধান পাওয়া গেছে। দিল্লির আমান বিহার এলাকায় এই চক্রের সন্ধান মিলেছে।  এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ ও দিল্লি মহিলা কমিশনের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। জানা গেছে, আমান বিহারের একজন বাসিন্দা দিল্লি মহিলা কমিশনকে ফোনে জানান, তার এলাকার একটি বাড়িতে যৌনচক্রের অবস্থান রয়েছে। এ খবর পেয়ে দিল্লি মহিলা কমিশনের সদস্যরা বৃহস্পতিবার ভোরবেলা ওই এলাকায় অভিযান চালান। তারা এলাকাবাসীদের সঙ্গে কথা বলে নিশ্চিত হন যে, এই এলাকার একটি বাড়িতে দিনের বেলা পতিতাবৃত্তি চলে। এদিকে সকাল সাড়ে দশটায় তারা দেখতে পান, ওই বাড়িটিতে চার নারী প্রবেশ করছে। এরপর দেখা যায়, বাড়িটিতে মোটরবাইক ও স্কুটারে চড়ে নানা বয়সের পুরুষ  আসছে। তাদের ফোন করে ভিতরে ডেকে নেওয়া হচ্ছে। এরপরই দিল্লি ...

নারীদের কিছু জটিল রোগ

Default
নারীদের কিছু জটিল রোগ নারীরা মুখ বুঝে অনেক কিছুই সহ্য করে নিয়ে চুপচাপ বসে থাকেন। শারীরিক সমস্যার ক্ষেত্রেও বিষয়টির ব্যতিক্রম কিছু ঘটে না। যতোক্ষণ চলতে পারছেন ততোক্ষণ দেহে শত রোগ নিয়ে চুপ করে বসে থাকেন অনেক নারীই। যার ফলে সঠিক সময়ে চিকিৎসার অভাবে মারাত্মক আকার ধারণ করে থাকে অনেক শারীরিক সমস্যা। এছাড়াও নারীদেহের এমন মারাত্মক কিছু রোগ রয়েছে যার লক্ষণ প্রকাশ পেলেও প্রাথমিক ভাবে রোগটি সঠিকভাবে নির্ণয় করতে পারেন না চিকিৎসকগণ। এইসকল নীরবঘাতক একেবারে শেষ পর্যায়ে গিয়ে ধরা পড়ে যার কারণে মৃত্যুবরণ করেন অনেক রোগী। তাই সতর্ক থাকতে হবে প্রত্যেককে। একটু অস্বাভাবিকতা নজরে এলেই লজ্জা না পেয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। যতো দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হবেন ততো দ্রুত রোগ নির্ণয় সম্ভব হবে। ১) পলিসিস্টিক ওভারি সিনড্রোম খুব সাধারণ হরমোনের তারতম্যের কারণে এই সমস্যাটি হয়ে থাকে প্রতি ১০ জনে অন্ত...

Please disable your adblocker or whitelist this site!