নীলাঞ্জনা Archives - Mati News
Sunday, December 14

Tag: নীলাঞ্জনা

বুঝে শুনেই চলচ্চিত্রে অভিনয় করবো: নীলাঞ্জনা

বুঝে শুনেই চলচ্চিত্রে অভিনয় করবো: নীলাঞ্জনা

Cover Story, Entertainment
বুঝে শুনেই চলচ্চিত্রে অভিনয় করবো: নীলাঞ্জনা প্রায় পাঁচ বছর আগের কথা। দুরু দুরু বুকে ক্যামেরার সামনে হাজির হয়েছিলেন এক কিশোরী। মিডিয়া নামের যে অবাক রূপকথা জগতের ঘোরে কাটছিল এতদিন তার দিনরাত- সব যেন চোখের সামনে বাস্তব হয়ে ধরা দিয়েছে। ২০১৪ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় শীর্ষস্থান দখল করতে না পারলেও দ্বিতীয় রানার আপ নির্বাচিত হয়েও মডেলিং আর অভিনয় প্রতিভা দিয়ে মিডিয়ার স্বতন্ত্র অবস্থান গড়ে নিতে সময় লাগেনি তার। এরপর রচিত হয় তার শুধু এগিয়ে যাওয়ার গল্প। বলছি, মডেল অভিনেত্রী নীলাঞ্জনা নীলার কথা।   ক্যারিয়ারে তার টার্নিং পয়েন্ট ছিল 'সেভেন আপ'-এর বিজ্ঞাপন। এই কাজটি তাকে অন্যরকম পরিচিতি পাইয়ে দেয়। কখনও ভেবেছিলেন মডেলিং দিয়ে এত সহজেই পরিচিতি পাবেন? না, এমনটিই কখনই ভাবিনি। একটি বিজ্ঞাপনে এত পরিচিতি পাওয়া যায় তা 'সেভেন আপ'-এ মডেল হওয়ার পরই বুঝেছি। ওই সময় টিভিসির পাশাপাশি এর স্...