Monday, December 23
Shadow

Tag: পরীমণি

অথচ পরীমণির চোখে সবচেয়ে সুন্দরী ছিলেন মিম

অথচ পরীমণির চোখে সবচেয়ে সুন্দরী ছিলেন মিম

Entertainment
এক টেলিভিশন সাক্ষাৎকারে চিত্রনায়িকা পরীমণিকে প্রশ্ন করা হয়েছিল, তার চোখে ঢালিউডের সবচেয়ে সুন্দরী নায়িকা কে? তখন তিনি জানান, তার স্বামী রাজের সাম্প্রতিক ছবির নায়িকা বিদ্যা সিনহা মিম তার মতে সবচেয়ে সুন্দরী। কিন্তু মিমের সঙ্গে কি আগের মতোই সম্পর্ক আছে পরীর? না, এখন তারা কখনো স্পষ্ট, কখনো ইঙ্গিতে একে অন্যের বিরুদ্ধ মন্তব্য করে যাচ্ছেন। পরীমণি অভিযোগ তুলেছেন রাজের সিনেজুটি বিদ্যা সিনহা মিমকে ঘিরে। সেই পোস্টের কমেন্ট বক্সে পরী একটি ভিডিও লিংক পোস্ট করেন। পোস্টে ও ভিডিওতে জানান, এক সময় মিমকে কতটা পছন্দ করতেন পরী। আর এখন এই নায়িকা মনে করেন, মিম ও রাজের সখ্য তার সংসারে শান্তি বিনষ্ট করছে। এক পোস্টে পরীমণি মিমকে তার স্বামী নিয়ে সন্তুষ্ট থাকতে বলেন। অন্যদিকে পরীর নাম উল্লেখ না করে পাল্টা পোস্টে মিম বলেন, ‘আমার পথচলায় ঈর্ষান্বিত হয়ে, আমাকে থামিয়ে দিতে, আমাকে জড়িয়ে নানা ধরনের কুৎসা রটানো...

Please disable your adblocker or whitelist this site!