পরীমণি Archives - Mati News
Monday, December 15

Tag: পরীমণি

‘গোলাপ’ সিনেমায় পরীমনির নতুন উপস্থিতি

‘গোলাপ’ সিনেমায় পরীমনির নতুন উপস্থিতি

Entertainment
জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি নতুন বছরের শুরুতেই নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। ছবির নাম ‘গোলাপ’, যেখানে তার বিপরীতে নাম ভূমিকায় অভিনয় করবেন নিরব। পরীমনিকে দেখা যাবে রূপা চরিত্রে, যা তার মিষ্টি হাসি ও প্রাণবন্ত অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলার কথা রয়েছে। গত ৩১ জানুয়ারি রাতে পরীমনি নিজেই এই খবরটি নিশ্চিত করেন। ছবির পরিচালক সামছুল হুদাও জানান, পরীমনির সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষের দিকে সৈয়দপুরের মনোরম লোকেশনে সিনেমাটির শুটিং শুরু হবে। পরীমনি বলেন, ‘‘‘গোলাপ’ একটি অ্যাকশন থ্রিলারধর্মী সিনেমা। অনেকদিন ধরে এ ধরনের গল্পের সিনেমায় কাজ করা হয়নি। রূপা চরিত্রটি আমার খুব ভালো লেগেছে কারণ এতে নাচ, প্রেম, এমনকি ফাইটেরও সুযোগ আছে। সিনেমার গল্পে নানা টুইস্ট রয়েছে, যা দর্শকদের আকর্ষিত করবে বলে বিশ্বাস করি।” নিরব বলেন, “পরীমনি আমাদের ইন্ডাস্ট্রির আলোচিত ও...
অথচ পরীমণির চোখে সবচেয়ে সুন্দরী ছিলেন মিম

অথচ পরীমণির চোখে সবচেয়ে সুন্দরী ছিলেন মিম

Entertainment
এক টেলিভিশন সাক্ষাৎকারে চিত্রনায়িকা পরীমণিকে প্রশ্ন করা হয়েছিল, তার চোখে ঢালিউডের সবচেয়ে সুন্দরী নায়িকা কে? তখন তিনি জানান, তার স্বামী রাজের সাম্প্রতিক ছবির নায়িকা বিদ্যা সিনহা মিম তার মতে সবচেয়ে সুন্দরী। কিন্তু মিমের সঙ্গে কি আগের মতোই সম্পর্ক আছে পরীর? না, এখন তারা কখনো স্পষ্ট, কখনো ইঙ্গিতে একে অন্যের বিরুদ্ধ মন্তব্য করে যাচ্ছেন। পরীমণি অভিযোগ তুলেছেন রাজের সিনেজুটি বিদ্যা সিনহা মিমকে ঘিরে। সেই পোস্টের কমেন্ট বক্সে পরী একটি ভিডিও লিংক পোস্ট করেন। পোস্টে ও ভিডিওতে জানান, এক সময় মিমকে কতটা পছন্দ করতেন পরী। আর এখন এই নায়িকা মনে করেন, মিম ও রাজের সখ্য তার সংসারে শান্তি বিনষ্ট করছে। এক পোস্টে পরীমণি মিমকে তার স্বামী নিয়ে সন্তুষ্ট থাকতে বলেন। অন্যদিকে পরীর নাম উল্লেখ না করে পাল্টা পোস্টে মিম বলেন, ‘আমার পথচলায় ঈর্ষান্বিত হয়ে, আমাকে থামিয়ে দিতে, আমাকে জড়িয়ে নানা ধরনের কুৎসা রটানো...