কোয়ান্টাম মেকানিক্সে পর্যবেক্ষণ বলতে কী বোঝায়?
ইলেকট্রন বা ফোটন কণার দ্বৈত অবস্থার ব্যাখ্যা কিংবা কোয়ান্টাম এনটেঙ্গলমেন্ট-এর ক্ষেত্রে একটা বিষয় বলা হয় যে, কণার দশা কিংবা সুনির্দিষ্ট অবস্থা (স্পিন) যখনই জানার চেষ্টা করা হয় তখনই সেই কণা তার দ্বৈত অবস্থা হারায়। ডাবল স্লিট পরীক্ষার ক্ষেত্রে একটি ফোটন কণা যখনই ‘অবজারভেশন’ ওরফে পর্যবেক্ষণ এর আওতায় পড়ে তখন সেই কণা আর দ্বৈত ধর্ম তথা ‘একই সঙ্গে কণা ও তরঙ্গ’ এই অবস্থায় থাকে না। তখন ওই কণার ওয়েভ ফাংশন ভেঙে যায়। কণাটি তখন নির্দিষ্ট স্থানে একটি কণা হিসেবেই থাকে।
ডাবল স্লিট এক্সপেরিমেন্টে একটি একটি করে ফোটন যখন দুটো ছিদ্রওয়ালা (স্লিট) দেয়াল ভেদ করে সামনে যায় তখন সেটাকে পর্যবেক্ষণ করা হলে ফোটন কণার তরঙ্গধর্ম নষ্ট হয়ে যায়। তখন সেটা শুধু একটি ফাঁক দিয়ে ঢুকে অপরপ্রান্তের একটি নির্দিষ্ট স্থানেই আঘাত করে। মানে, ফোটন তখন টেনিস বলের মতো হয়ে যায়। যেমন ধরুন, আপনার সামনে দুটো ফাটলওয়ালা এ...