বিটিএস সম্পর্কে জেনে নিন বিস্তারিত
বিটিএস (BTS)-এর পুরো নাম হলো "Bangton Boys"। ৭ সদস্য বিশিষ্ট দক্ষিণ কোরিয়ার বয় ব্যান্ড এটি। যা বর্তমানে দুনিয়া মাতিয়ে রাখছেন তাদের মনমুগ্ধকর কে-পপ সংগীত এবং মন মাতানো নাচ দিয়ে। জেনে নিন বিটিএস সম্পর্কে নানা তথ্য।
যারা বিটিএস এর ফ্যান অথবা ভক্ত, তাদেরকে বিটিএস আর্মি বলা হয়। পুরো বিশ্ব জুড়ে বিটিএস আর্মির সংখ্যা প্রায় ৪ কোটিরও বেশি।
জনপ্রিয় দক্ষিণ কোরিয়ার সিওল এ ২০১০ সালে আত্মপ্রকাশ করা এই বয় ব্যান্ড-এর ভক্তদের মধ্যে বেশিরভাগই কিশোর-কিশোরী ও তরুণ প্রজন্ম। ২০১৩ সালে ঠু কুল ফর স্কুল নামক তাদের প্রথম আ্যালবাম প্রকাশ পায়। তাদের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে তাদের নাচ এবং অসাধারণ পরিবেশন। তারপর থেকেই একের পর হিট গানের আ্যলবামের মাধ্যমে বিটিএস তাদের আকর্ষণীয় নাচ, পোশাক এবং চাকচিক্য দিয়ে ভক্তদের মন জয় করেন এবং বিপুল পরিচিতি লাভ করেন।
বিটিএস ব্যান্ড এর সদস্য সংখ্যা ৭জন। প্রত্যেকেই অত্যন্ত প্রত...