এবার আশা করা যায় নতুন পরিচয় দাঁড়িয়ে যাবে : মিথিলা
যেমন আছেন মিথিলা
কিছুদিন আগে মুক্তি পেয়েছিলো রাফিয়াত রশীদ মিথিলা অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মুখোমুখি’। এই ছবি ছাড়াও সমসাময়িক বিভিন্ন ইস্যুতে তাঁর সঙ্গে কথা হলো..
মা ও মেয়ে অফিস থেকে ফিরছিলেন। পাঁচ বছর বয়সী মেয়ে আইরা তাহরিম খান অফিসে কী করে? ‘ওর স্কুল না থাকলে প্রায় প্রায়ই আমার সঙ্গে অফিসে যায়। অফিসে সেই পরিবেশটাও আছে। আমার কলিগরা তো ওর বেশ ভালো বন্ধু। আমি কাজ করতে থাকি। ও ওর মতো ঘুরতে থাকে, খেলতে থাকে। আবার একসঙ্গে মা-মেয়ে বাসায় ফিরি’—বললেন মিথিলা।
মা-মেয়ের রসায়ন বেশ। মায়ের মন খারাপ থাকলে মেয়েরও মন খারাপ হয়। নেচে-গেয়ে মায়ের মন ভালো করার চেষ্টা করে।
আরো পড়ুন : অনেক প্রস্তাব পেলেও ‘হ্যাঁ’ বলিনি : মৌ
কাজের সুবাদে প্রায়ই দেশ-বিদেশে ঘুরতে হয় মিথিলাকে। আইরা তখন মায়ের সফরসঙ্গী হয়। উগান্ডা, তানজানিয়া, চীনসহ অনেক দেশ ঘোরা হয়ে গেছে এরই মধ্যে। মেয়ের কারণেই অভিনয়ে আগের চেয়ে...