সাফা কবির এর নতুন নাটক ‘রঙ চা’
সিলেট অঞ্চলের শ্রীমঙ্গল এলাকায় নির্মিত হলো একক নাটক 'রঙ চা।' নাটকে মূখ্য চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও সাফা কবির । নাটকটি রচনা করেছেন মুনতাহা বৃত্তা। পরিচালনা করেছেন এল আর সোহেল।
সাফা কবির এর নতুন নাটক 'রঙ চা'
নাটকের গল্প খুব অল্পে শেষ করা যাবে না, জনি, ফাহিম আর তিন্নি তিনজনেই সিলেটে পা রাখা মাত্র মনের ভেতর বেশ উত্তেজনা অনুভব করে। তাদের প্রথম ফিল্মের লোকেশান হান্টিং বলে কথা। জনি ডিরেক্টর, ফাহিম ডিওপি আর তিন্নি স্ক্রিপ্ট রাইটার এবং তিনজনেই ভার্সিটি জীবনের বন্ধু। ফাহিম আর তিন্নি অবশ্য বন্ধুর থেকে একটু বেশি মানে জাস্টফ্রেন্ড টাইপ। হোটেলে ব্যাগ রেখেই তারা বেরিয়ে পড়ে লোকেশান দেখতে। ফাহিমের গলায় ডিএসএলআর আর তিন্নির হাতে নোটবুক সে লোকালদের ডায়লগ প্যাটার্ন নোট করে রাখবে। জনি মজা করে দুজনেই ব্যাক ডেটেড বলে, এখন আই ফোন ফটোগ্রাফি আর আইপ্যাডে নোট না নিয়ে কি কেউ এভাবে কাজ করে। দ...