‘এখন রাতারাতি তারকা হওয়ার চেষ্টাটা বেশি’ : শাহনাজ বেলী
‘এখন রাতারাতি তারকা হওয়ার চেষ্টাটা বেশি’ : শাহনাজ বেলী
জনপ্রিয় ফোক সংগীতশিল্পী শাহনাজ বেলী । নিজের দীর্ঘ ক্যারিয়ারে ধারাবাহিকভাবে জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। এতটা পথ পাড়ি দিয়েও এতটুকু ক্লান্ত নন এ শিল্পী। প্রতিদিনই নতুন উদ্যমে গান নিয়ে কাজ করছেন। বিশেষ করে দেশের বিভিন্ন স্থানে তিনি শো করছেন। দেশের বাইরেও বাংলা ফোক গানকে ছড়িয়ে দিচ্ছেন নিজের কন্ঠে। শাহনাজ বেলী এখন স্টেজে যারপরনাই ব্যস্ত। পাশাপাশি নতুন গানের কাজও করছেন।
সব মিলিয়ে দিনকাল কেমন কাটছে। এ শিল্পী বলেন, বেশ ভালো কাটছে। গানের মধ্যে দিয়েই সময়টা চলে যাচ্ছে। ব্যস্ততা কেমন? উত্তরে তিনি বলেন, অনেক। বিশেষ করে পহেলা বৈশাখের আগে থেকে এখন পর্যন্ত টানা শো করে যাচ্ছি। পহেলা বৈশাখে বেশ কিছু শো করেছিলাম। একুশে টিভি, নাগরিক টিভি, দীপ্ত টিভিতে গান গেয়েছি। ঢাকা অফিসার্স ক্লাবেও গেয়েছি। সেই থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন স্থ...