প্রভাস-শ্রদ্ধার ‘সাহো’র দৃশ্য ফাঁস
প্রভাস-শ্রদ্ধার 'সাহো'র দৃশ্য ফাঁস
'বাহুবলী' তারকা প্রভাসের ঘনিষ্ঠ শ্রদ্ধা কাপুর। সম্প্রতি এমনই একটি ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। ছবিটি ছড়িয়ে পড়তেই অনেকের মনেই উঁকি দিয়েছে একটি প্রশ্ন। তবে কি শ্রদ্ধা কাপুরের সঙ্গে প্রেম করছেন প্রভাস?
আর এখবরে মন খারাপ প্রভাস-অনুষ্কা জুটির ভক্তদের। তবে না, প্রভাস শ্রদ্ধা কাপুরের সঙ্গে প্রেম করছেন এমনটা ভাবার বিন্দুমাত্র কারণ নেই। প্রভাস- শ্রদ্ধা কাপুরের ভাইরাল হওয়া ছবিটি তাঁদের আগামী ছবি সাহোর শ্যুটিংয়ের দৃশ্য থেকে ফাঁস হয়ে যাওয়া একটি ছবি।
সাহো ছবিতে প্রভাসের বিপরীতে দেখা যাবে শ্রদ্ধা কাপুরকে। তবে বেশকিছুদিন আগে এক সাক্ষৎকারে শ্রদ্ধা কাপুরের অভিনয়ের প্রশংসা করেন প্রভাস। বলেন,
‘এর আগে আমি কোনও বলিউড তারকার সঙ্গে কাজ করিনি। ‘সাহো’ ছবিতে চরিত্রটির জন্য শ্রদ্ধা একেবারে সঠিক পছন্দ। ওর সঙ্গে কাজ করতে পেরে আমরাও খুবই ভাগ্যবান। ওর চরিত্রটা তে...