হুমায়ূনকে কেন স্বার্থপর বললেন শাওন
মেহের আফরোজ শাওন। অভিনেত্রী; নন্দিত লেখক-নির্মাতা হুমায়ূন আহমেদের স্ত্রী। আজ হুমায়ূন আহমেদের জন্মদিন। তার চলে যাওয়ার এক দশকের নানা ঘটনা ও বতর্মান নিয়ে গতকাল কথা বলেছেন শাওন।
জন্মদিন উপলক্ষে কী আয়োজন থাকছে?
শাওন : রাত ১২টা ১ মিনিটে (১৩ নভেম্বর প্রথম প্রহর) বাসায় কেক কাটব। উনার (হুমায়ূন আহমেদ) কিছু কাছের মানুষ আছেন, প্রকাশক, ভক্ত—তারা প্রতিবারই আসেন। তারা আসবেন। এরপর রাতেই নুহাশ পল্লীতে চলে যাব। ১৩ নভেম্বর ভোরবেলা কবরে ফুল দেব। ওখানকার যারা কর্মচারী আছেন, তারা সবাই মিলে কেক কাটেন, দুপুরের খাবারের আয়োজন করা হয়। এমনিতেও নুহাশ পল্লীতে প্রচুর মানুষ আসেন কবরে ফুল দিতে। এভাবেই দিনটি কাটবে। এর বাইরে আর তেমন কিছু নেই। এটা আমাদের প্রতিবছর যা হয়, সেটাই।
১৩ নভেম্বর ঢাকায় ‘হুমায়ূন মেলা’সহ কিছু আয়োজন হবে। সেগুলোতে আপনি থাকবেন?
শাওন : না, এগুলোতে আমি যুক্ত নই।
...