যেভাবে ‘স্বচ্ছ জল আর সবুজ পাহাড়’-এর শহর হলো চীনের তোংসিয়াং
চীনের চ্যচিয়াং প্রদেশের তোংসিয়াং শহরে আধুনিক প্রযুক্তি আর জনসম্পৃক্ততার মাধ্যমে গড়ে উঠছে সবুজ উন্নয়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত। এখানে একদিকে ড্রোন দিয়ে সার ছিটানো হচ্ছে, আরেকদিকে রয়েছে স্বয়ংক্রিয় সেচ ব্যবস্থা। কৃষকদের পরিবেশবান্ধব অভ্যাসের জন্য চালু হয়েছে পয়েন্ট সিস্টেম, যাতে করে বাড়তি আয়ও হচ্ছে গ্রামবাসীর। এতে করে শুধু অর্থনৈতিক উন্নয়ন নয়, গড়ে উঠছে পরিচ্ছন্ন ও বাসযোগ্য গ্রাম।
তোংসিয়াংয়ে এখন নিয়মিত ড্রোন দিয়ে জমিতে সার ছিটানো হচ্ছে, যা এখানকার কৃষি উৎপাদনের দক্ষতা বাড়াচ্ছে এবং কৃষকদের শ্রম কমাচ্ছে।
কৃষক সিয়া মিংতাও জানালেন, ‘ড্রোন দিয়ে এক ব্যাগ সার ছিটাতে দুই মিনিট লাগে। হাতে করলে বারবার ব্যাগ টেনে নিয়ে যেতে হয়—ভাবতেই ইচ্ছে করে না।’
এদিকে স্মার্ট ব্যবস্থায় এখানে ২৪ ঘণ্টাই সেচ থাকে চলমান। এ কারণেও ফসলের ফলন বেড়েছে উল্লেখযোগ্যভাবে।
সিয়া আরও বললেন...














