নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সম্প্রীতির ইফতার
বছর ঘুরে রহমত, মাগফিরাত ও নাজাতের মহিমা নিয়ে আগমন ঘটে রমজান মাসের। আর এই রমজানের অবিচ্ছেদ্য অংশ হচ্ছে ইফতার। কেউ ইফতার করেন পরিবারের সাথে কেউ আবার পরিবার ছেড়ে দূরে অবস্থান করায় পরিবারের সাথে ইফতার করতে পারেন না। ইফতারকে কেন্দ্র করে নানা রকম চিত্র ফুটে উঠে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে। তেমনি ভাবে রমজানের গুরুত্বপূর্ণ একটি অংশ ইফতারের বৈচিত্র্যতায় ভরে উঠে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। লিখেছেন আসিফ ইকবাল সজিব
ক্যাম্পাসে বন্ধুদের সাথে ইফতার করার অনূভুতিটাই অন্যরকম। ইফতার মানে শুধু একসাথে বসে খাওয়াই নয় এর মাধ্যমে পারস্পরিক বন্ধন আরো দৃঢ় হয়। ক্যাম্পাসের সিনিয়র-জুনিয়রদের এ ইফতার কারো জন্য হয় প্রথম আবার কারো জন্য হয় শেষ। এ যেন সৃতির পাতায় এক সোনালী সময়।
নোবিপ্রবির সেন্ট্রাল ফিল্ড ইফতারকে কেন্দ্র করে মুখরিত হয়ে উঠে। ধর্মের ভেদাভেদ ভুলে অন্যান্য ধ...