LRB Archives - Mati News
Friday, December 5

Tag: LRB

‘আমি এলআরবির গান শুনে বড় হয়েছি’

‘আমি এলআরবির গান শুনে বড় হয়েছি’

Cover Story, Entertainment
‘আমি এলআরবির গান শুনে বড় হয়েছি’ জনপ্রিয় সংগীতশিল্পী বালাম। অল্প সময়ে একক কন্ঠশিল্পী হিসেবে অনেক জনপ্রিয় গান তিনি উপহার দিয়েছেন। তবে গত বেশ কয়েক বছর ধরে তেমন একটা নিয়মিত নন তিনি নতুন গানে। বেশ দীর্ঘ সময় পর পর গান প্রকাশ করেন। তবে সবাইকে চমকে দিয়ে সম্প্রতি এলআরবি-এর জন্মদিনে ঘোষণা আসে বালাম যোগ দিচ্ছেন আইয়ুব বাচ্চুর এই ব্যান্ডটিতে। এখন থেকে প্রধান ভোকাল ও গিটারিস্ট হিসেবে তিনি এলআরবির সঙ্গে থাকবেন। বিষয়টি নিয়ে এলআরবি ভক্তদের মধ্যেও স্বস্তি আসে। এলআরবির দীর্ঘদিনের যাত্রাটা অব্যহত থাকছে এর মাধ্যমে। বালাম নিজেও এলআরবিতে যোগ দিয়ে বেশ আনন্দিত। আনন্দিত এলআরবির সদস্যরাও। সব মিলিয়ে বালাম এলআরবিকে নিয়ে নতুন স্বপ্ন দেখাচ্ছেনই বলা চলে। এদিকে এরইমধ্যে এলআরবির সঙ্গে প্র্যাকটিস শুরু করেছেন বালাম। এলআরবির পাশাপাশি নিজের একক ক্যারিয়ারও অব্যহত রাখবেন বলেও জানিয়েছেন এ সংগীত তারকা। সব মিলিয়ে কেম...