গোয়া উৎসবে নুসরাত ফারিয়া
এশিয়ার অন্যতম চলচ্চিত্র উৎসব ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়াতে যাচ্ছে নুসরাত ফারিয়ার নতুন মুভি ‘পাতালঘর’। বাংলাদেশ থেকে আরও তিনটি সিনেমা যাচ্ছে। এগুলো হলো ‘সাঁতাও’, ‘নকশি কাঁথার জমিন’ ও ‘পাপ পুণ্য’।
এবার ৫৩তম আসরের পর্দা উঠছে ২০ নভেম্বর। চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।
ফারিয়া জানান, উৎসবে অংশ নিতে গোয়া যাচ্ছেন তিনি। আয়োজন শেষ করে চলতি মাসের শেষে দেশে ফিরবেন।
জানা যায়, খন্দকার সুমন পরিচালিত ‘সাঁতাও’ প্রদর্শিত হবে ২৪ নভেম্বর স্থানীয় সময় সকাল ৯টায়, আইনক্স পানজিম অডিটোরিয়াম ৩-এ।
একই দিন একই অডিটোরিয়ামে দুপুর আড়াইটায় দেখানো হবে নূর ইমরান মিঠু নির্মিত ‘পাতালঘর’।
আকরাম খান পরিচালিত ‘নকশিকাঁথার জমিন’ প্রদর্শিত হবে ২৫ নভেম্বর সকাল ৯টায়, আইনক্স পানজিম অডিটোরিয়াম ১-এ।
এদিন একই সময়ে আইনক্স পানজিম অডিটোরিয়াম ৩-এ প্রদর্শিত হবে গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘পাপ পুণ্...