Monday, December 23
Shadow

গুগল ড্রাইভে এসেছে নতুন আপডেট

গুগল ড্রাইভক্লাউড স্টোরেজ প্ল্যাটফর্মগুলোর মধ্যে গুগল ড্রাইভ খুবই জনপ্রিয়। বিভিন্ন ডিভাইস থেকে সহজে গুগলের এই সেবায় প্রবেশ করা যায়। এ ছাড়া ফাইল, ছবি এবং পিডিএফ শেয়ারিংয়ের মতো সুবিধার জন্য গুগল ড্রাইভের জনপ্রিয়তা বেড়েই চলেছে।

  • ড্রাইভের গুরুত্বপূর্ণ একটি আপডেটের ঘোষণা দিয়েছে গুগল।
  • এই আপডেটে অফলাইনেও ড্রাইভ ব্যবহারের সুযোগ থাকছে।
  • ফলে ইন্টারনেট সংযোগ না থাকলেও ড্রাইভের সুবিধা নিতে পারবেন ব্যবহারকারীরা।
  • ড্রাইভে পরীক্ষামূলকভাবে অফলাইন মোড চালু হয় ২০১৯ সালে।
  • তখন থেকে বেটা ব্যবহারকারীরা ইন্টারনেট সংযোগ ছাড়াও গুগল ড্রাইভে কাজ কর‍তে পারেন।
  • এবার সেই সুবিধার পরিধি বাড়ানো হয়েছে। ফলে আরও বেশি ব্যবহারকারী গুগল ড্রাইভের অফলাইন মোড ব্যবহার করতে পারবেন।
  • কারা ইন্টারনেট সংযোগ ছাড়া গুগল ড্রাইভ ব্যবহার করতে পারবেন?
  • গুগল ড্রাইভের অফলাইন মোড সেবার পরিধি বাড়ানো হলেও এখনই সবার জন্য ফিচারটি চালু হয়নি।
  • নতুন আপডেটের পর গুগল ওয়ার্কস্পেসের সব গ্রাহক, ক্লাউড আইডেন্টিটি ফ্রি, ক্লাউড আইডেন্টিটি প্রিমিয়াম, জি স্যুট বেসিক অ্যান্ড বিজনেসের গ্রাহকরা ইন্টারনেট সংযোগ ছাড়া ড্রাইভ ব্যবহারের সুযোগ পাবেন।
  • ব্যক্তিগত অ্যাকাউন্টেও সুবিধাটি চালু আছে।
  • উইন্ডোজ এবং ম্যাক ব্যবহারকারীরা গুগল ড্রাইভের অফলাইন মোড ব্যবহার করতে পারবেন।
  • তবে স্মার্টফোনে এখনও এই সুবিধা চালু হয়নি
  • গুগলের ব্লগপোস্ট অনুযায়ী, নন-গুগল ফাইলের ক্ষেত্রে অফলাইন মোড ব্যবহার করা যাবে। এক্ষেত্রে পিডিএফ, ছবি, মাইক্রোসফট অফিস ইত্যাদি ফাইলে প্রবেশ করতে পারবেন ব্যবহারকারীরা। এ ছাড়া ক্রোম-ওএস ব্যবহারকারীরা বাড়তি আরও কিছু সুবিধা পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!