চীনে স্বাস্থ্য বৈষম্য কমাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা - Mati News
Friday, December 5

চীনে স্বাস্থ্য বৈষম্য কমাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা

চীনে এখন চিকিৎসা পরামর্শ পাওয়া সহজ হয়েছে। স্মার্টফোনে একটি অ্যাপ খুলে কয়েকটি প্রশ্নের জবাব দিলেই দেশের শীর্ষ চিকিৎসকদের অভিজ্ঞতা অনুযায়ী প্রাথমিক রোগ নির্ণয় জানিয়ে দেয় এআই।

সেবাটি দিচ্ছে ‘একিউ’ নামের একটি অ্যাপ। সম্প্রতি চেচিয়াং প্রদেশের উচেন শহরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্সে প্রদর্শিত হয় এর বিস্তারিত।

Futuristic ai and health image fantasy
চীনে নতুন নীতিমালা ও দ্রুত অগ্রসরমান এআই প্রযুক্তি এই প্রচেষ্টাকে আরও শক্তিশালী করছে

চীনে দীর্ঘদিন স্বাস্থ্যসেবা কেন্দ্রীকরণ ছিল বড় চ্যালেঞ্জ। এ ব্যবধান কমাতে চীন সরকার প্রাথমিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। নতুন নীতিমালা ও দ্রুত অগ্রসরমান এআই প্রযুক্তি এই প্রচেষ্টাকে আরও শক্তিশালী করছে।

গত জুনে চালু হওয়া একিউ অ্যাপটি শীর্ষ চিকিৎসকদের ক্লিনিক্যাল ডেটা দিয়ে প্রশিক্ষিত। অ্যাপটি অনলাইনে এআই সহায়তাযুক্ত পরামর্শ দেয়, পরীক্ষার রিপোর্ট বিশ্লেষণ করে এবং চিকিৎসকদের সহকারী হিসেবেও কাজ করে।

সম্মেলনে আরেকটি প্রযুক্তি বিশেষ নজর কাড়ে। ওটা হলো এআইচালিত ম্যাসাজ রোবট। ইজফিউচার নামের কোম্পানির তৈরি এই রোবট মাত্র ৩ সেকেন্ডে পিঠের ৭৪টি আকুপয়েন্ট শনাক্ত করতে পারে এবং অভিজ্ঞ থেরাপিস্টের কৌশল নকল করে ম্যাসাজ দেয়। ইতোমধ্যে চীনের ৭৬ শতাংশ প্রাদেশিক অঞ্চলের বৃদ্ধাশ্রম ও ওয়েলনেস সেন্টারে এটি সাড়ে তিন লাখবারেরও বেশি সেবা দিয়েছে।

চীনা বিজ্ঞানীরা ঘুম বিষয়ক স্বাস্থ্য প্রযুক্তিতেও নজর দিচ্ছেন। বিজ্ঞান একাডেমির বিশেষজ্ঞ লু লিন জানালেন, ভবিষ্যতে এআই-চালিত বিছানা ও বালিশ ঘুম পর্যবেক্ষণ করবে, মনোরম সংগীত বাজাবে, এমনকি আকস্মিক হৃদ্যন্ত্রজনিত অসুস্থতায় স্বয়ংক্রিয় কার্ডিও-পালমোনারি রিসাসিটেশন (সিপিআর) শুরু করে চিকিৎসককে সতর্ক করবে।

রোবোটিক স্বাস্থ্যসেবার প্রসারে উৎপাদন ব্যয়ই এখন বড় বাধা। ইজফিউচারের প্রধান চিয়োং ইউ আশা প্রকাশ করে বলেন, ‘উৎপাদন ব্যবস্থার উন্নয়ন হলে এআই ম্যাসাজ রোবট ঘরোয়া ব্যবহারে ছড়িয়ে পড়বে, এবং প্রযুক্তির সুফল সত্যিকার অর্থে সবার কাছে পৌঁছাবে।’

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *