টেকসই পানি শোধন সিস্টেম বানালেন চীনা গবেষকরা - Mati News
Friday, December 5

টেকসই পানি শোধন সিস্টেম বানালেন চীনা গবেষকরা

শাংহাই ওশান ইউনিভার্সিটির একদল গবেষক পরিবেশবান্ধব ও সাশ্রয়ী ইকোলজিক্যাল ওয়াটার ট্রিটমেন্ট সিস্টেম তৈরি করেছেন।

শাংহাই ইউনিভার্সিটির অধ্যাপক ওয়াং লিছিংয়ের নেতৃত্বে দলটি পানির গুণমান মূল্যায়নের জন্য চার ধাপের একটি পদ্ধতি তৈরি করেছে, যা ঐতিহ্যবাহী চীনা চিকিৎসার রোগ নির্ণয় নীতির অনুকরণে সাজানো।

ওয়াং বলেন, জলজ পরিবেশ মানেই একটি জটিল জীববৈচিত্র্যময় নেটওয়ার্ক—তাই আলাদা সমস্যা নয়, পুরো ইকোসিস্টেমকে পুনর্গঠনই তাদের লক্ষ্য।

প্রথম ধাপে পানি বিশদভাবে পরীক্ষা করা হয়। এরপর পানির চলাচল, আগের দূষণ উৎস, এবং পরিবেশগত পরিবর্তনগুলো বিশ্লেষণ করা হয়। এসব তথ্যের ভিত্তিতে উপযোগী ট্রিটমেন্ট পরিকল্পনা তৈরি করা হয়।

ওয়াং জানান, এ প্রক্রিয়ায় দূষণের উৎস বন্ধ করে পানির নিচের ভৌগোলিক কাঠামো পরিবর্তন করে নির্বাচিত জলজ উদ্ভিদের আবাসস্থল তৈরি করা হয়। লক্ষ্য হলো এমন একটি ডি-ইউট্রোফিক জলজ ইকোসিস্টেম গঠন করা, যা নিজে নিজে পানি পরিশোধন করতে পারে।

ওয়াংয়ের মতে, প্রচলিত প্রকৌশল পদ্ধতিতে প্রতি টন পানি শোধনে খরচ হতো দশমিক ২ থেকে দশমিক ৫ ইউয়ান তাদের ইকোলজিক্যাল পদ্ধতিতে খরচ কমে দশমিক শূন্য ৪ ইউয়ানে নেমে এসেছে।

দলটি ২২ হেক্টর গবেষণা কেন্দ্র রয়েছে শাংহাইয়ের ছিংপু জেলায়, যা ল্যাব ও উৎপাদন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। তারা ভেলিসনেরিয়া নামের একটি জলজ উদ্ভিদেরও বিকাশ করেছেন, যা দ্রুত বংশবিস্তার ও পুষ্টি শোষণের দক্ষতার কারণে পানি শোধন পদ্ধতির মূল উপকরণ হিসেবে স্থান পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *