মহাশূন্যে ভেসে বেড়িয়ে নাচতে কেমন লাগবে, তা নিয়ে অনেকের মনেই কৌতূহল রয়েছে। আর সেই নাচ যদি হয় অসমের বিহু নাচ! পৃথিবীর বুকে বসে এমন সমস্ত কল্পনা যদি করে থাকেন, তাহলে জেনে রাখুন, এই কল্পনা আপাতত সত্যি করে দিয়েছেন নভচারীর মাইক ফিঙ্ক।
পেশাগত পরিচয় বলছে তিনি নাসার নভচারী। আর তার ব্যক্তিগত পরিচয় হলো, তিনি ভারতের আসামের জামাই! আর সেই অসমের সঙ্গে গাঁটছড়া বেধে ফেলার সূত্র ধরেই মহাকাশে হাত পা, ছুড়ে রীতিমত বিহু নাচ নেচে ফেললেন মাইক। আসামের রোঙ্গালি বিহুর তালে কার্যত মাতিয়ে দিলেন মাইক। সেই ঘটনা ভিডিওবন্দি হতেই তা ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়।
মহাকাশে প্রথমবার বিহু নাচ দেখে উচ্ছ্বসিত আসামের মানুষ। অনেকেই বলছেন, স্ত্রী রেনিতার হাতের আসামের রান্না খেয়েই এমন বিহু নেচেছেন মাইক। উল্লেখ্যে, মাইকের স্ত্রী অসমের রেনিতা সাইকিয়াও নাসায় কর্মরত। আপাতাত অসম মেতেছে তার জমাই মাইকের বিহু নাচে।
সূত্র: ওয়ান ইন্ডিয়া
What's #RongaliBihu without song and dance. Here's #NASA astronaut Mike Fincke performing Bihu aboard the International Space Station in 2004.
Mike is Assam's son-in-law, married to Renita Saikia, who also works at NASA. pic.twitter.com/OYR8ueQOUt
— Anupam Bordoloi (@asomputra) April 13, 2019
https://www.youtube.com/watch?v=AoO_iZhlnGs&t=49s