Monday, December 23
Shadow

প্রিয়জন রেগে? জেনে নাও ‘সরি’ বলার সেরা কায়দা

টিন
‘সরি’। ছোট্ট শব্দ, অনেক বড় সমস্যার সমাধান। বিশেষ করে প্রেম বা সংসার জীবনে। টুকটাক ঝগড়া বা বড়সড় অশান্তি অনেকটাই এক টানে নামিয়ে আনতে পারে প্রোটো-জার্মানিক ‘সাইরিগা’ থেকে উদ্ভূত এই শব্দ। এই অস্ত্রেই ঘায়েল সঙ্গীর বেজার মুখ, গলে জল গিন্নির অভিমান। তবে জানতে হবে ‘সরি’ বলার ঠিক কায়দা। নইলে সমস্যা বাড়বে বই কমবে না কিন্তু।

সরি নেগেটিভ শব্দ নয়: আগে এটা বোঝো। ‘ভালবাসায় আবার সরি কিসের?’— আগে এই বোকা ধারণা থেকে বেরোও। রাস্তাঘাটে কারও পা মাড়ানোর পর ফর্মাল সরি-র চেয়ে এ ‘সরি’ অনেক আলাদা। তাই ভালবাসায় এটা প্রয়োজন। এই দু’টিকে মিলিয়ে ফেলবে না।

মন থকে বলো: দায়সারা গোছের ‘সরি’ শোনালে কিন্তু ধরা পড়ে যাবে। এ এমন এক শব্দ যা তোমার গলার স্বর, বডি ল্যাঙ্গুয়েজ— সবেতেই প্রতিফলিত হয়। তাই মন থেকে ‘সরি’ বলছো কিনা, তা বুঝতে পারে কাছের জন। তাই ‘সরি’ বলো ইগো ঝেড়ে, দ্বিধা সরিয়ে। আন্তরিকতার ‘ফেদার টাচ’ যেন মিশে থাকে ‘সরি’-তে।

দেরি করবে না: সমস্যা বাসি করবে না। এটাই সুখী সম্পর্কের অন্যতম চাবিকাঠি। খুচখাচ ঝগড়া জীবনের সঙ্গেই স্বাভাবিক হয়ে যায় ঠিকই। কিন্তু কিছু মুশকিল বেয়াড়া। তা সরাতে খাটতে হয়। আর এই খাটনিতে দেরি করলে তার আর দাম থাকে না। তাই তোমার তরফেও কিছু ভুল হয়েছে বুঝলে সঙ্গীর এগোনোর অপেক্ষা না করে আগে সরি বলো।

ইগো ঝাড়ো: ইগো— এই মারাত্মক বোধ অকারণে স্থান-কাল-পাত্র ভুলে আমাদের পথ আগলে দাঁড়ায়। তাই সরি বলতে যাওয়ার আগে রাস্তা আটকে দাও ইগো-র। ভালবাসলে কখনও নত হতেই হয়। তাতে লজ্জা থাকে না, বরং কাছের মানুষের হৃদয় ছুঁয়ে হয়ে ওঠা যায় আরও প্রিয়। না বুঝলে বুঝবে, ভালবাসায় গলদ আছে।

মেসেজে নয়: না। একেবারেই মেসেজ বা হোয়াটস অ্যাপে ‘সরি’ বলা উচিত নয়। তবে ডিসট্যান্স রিলেশনশিপ বা ব্যস্ত জীবনে এ ছাড়া উপায়ও অনেক সময় থাকে না। তবে চেষ্টা করো, দেখা করে ‘সরি’ বলতে। দেখা করা যে ভাবে সম্পর্ককে প্রভাবিত করে, সে ভাবে আর কেউ নয়।

ও-ও তো দোষী: তুমিও দোষী তো? ব্যস, এটাই ‘সরি’ বলার জন্য যথেষ্ট। অন্য কে দোষী, কার দোষ সিকি ভাগ আর কার পর্বতপ্রমাণ সে ভাবনা ছেড়ে আঘাত করে ফেলেছে বুঝলেই, ‘সরি’ বলো। আঘাত যদি তোমার তরফেই কড়া হয়, তা হলে ‘সরি’-র দায়ও কিন্তু তোমার।

শর্ত বাদ: বলবে ‘সরি’, তার আবার শর্ত কীসের অ্যাঁ? যদি তুমি এমন বলো… বা যদি আমি এমন করি… এ সব মূর্খামি বাদ দাও। শর্ত চাপিয়ে যেমন ভালবাসা যায় না, তেমন সে সবের শিকল পরিয়ে ‘সরি’ জানানোর মানে নেই কোনও।

ভালবাসো: সব সময় কেবল ‘সরি’-তে মন না উঠলে, ঝগড়া মেটাতে গিয়ে দেখা হলেই সরি-র বদলে চওড়া হাসো। এতে আপনার আন্তরিকতা সামনে আসবে। ভাসবাসার প্রকাশ থাকুক তোমার আচরণে। চাইলে নিরালায় একান্তে সময় কাটাও। দু’-একটা কাছের ছোঁয়াচ থাকুক না, ক্ষতি কী! দেখবে, ‘সরি’ না বলেও কেমন কাজ হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!