Friday, April 11

চীনে ইকো-ট্যুরিজমে গতি সঞ্চার করছে পাখি পর্যবেক্ষণ

চীনে পাখি পর্যবেক্ষণের (বার্ডওয়াচিং) জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। দেশটির ইকো-ট্যুরিজম শিল্পের সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রকৃতিপ্রেমীদের এই চর্চা। তারা বিরল ও পরিযায়ী পাখি দেখার জন্য চীনের বিভিন্ন মনোরম স্থানে ভিড় জমাচ্ছেন।

চীনের পূর্বাঞ্চলীয় চিয়াংসি প্রদেশের শাংরাও শহরের ইউকান কাউন্টিতে প্রতিদিন হাজার হাজার পর্যটক আসছেন ২৩০টি বিরল প্রজাতির পাখি দেখতে। এর মধ্যে রয়েছে সাদা সারস, নানা জাতের হাঁস এবং ওরিয়েন্টাল স্টর্ক।

শানতোং প্রদেশের রোংছেং শহরের ইয়ানতুনচিয়াও গ্রামে তুষার ঢাকা প্রাকৃতিক পরিবেশে সাদা রাজহাঁসের সৌন্দর্য মুগ্ধ করেছে অসংখ্য দর্শনার্থীকে।

বিরল এই পাখিদের সুরক্ষায় গ্রামটিতে একটি রাজহাঁস সংরক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ প্রতিদিন নির্দিষ্ট স্থানে টহল পরিচালনা করে এবং অনেক গ্রামবাসী স্বেচ্ছায় সংরক্ষণ কার্যক্রমে অংশ নিয়েছেন।

শানতোংয়ের উপকূলীয় শহর ছিংতাওয়ের চানছিয়াও পায়ারের দক্ষিণ তীরে হাজার হাজার সি-গাল আকর্ষণ করছে পর্যটকদের। দর্শনার্থীরাও ব্যস্ত সেই পাখিদের ক্যামেরাবন্দি করার কাজে।

এ পর্যটন এলাকায় এক লাখেরও বেশি সিগাল সমবেত হয়েছে বলে জানালেন, চানছিয়াও পায়ার সিনিক স্পট ম্যানেজমেন্ট সেন্টারের উপ-পরিচালক শিয়ে ইয়ং।

বার্ডওয়াচিং-এর জনপ্রিয়তা চীনের পরিবেশ সংরক্ষণ এবং টেকসই পর্যটন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *