এবার আলোচনায় বুকের বা পাশে
‘এবার ফাটাফাটি কাজ করছি। দেখবেন।’ ঈদের কয়েক দিন আগে নিজের কাজ নিয়ে বলেছিলেন ছোট পর্দার তারকা আফরান নিশো। আর মেহজাবীন চৌধুরী আত্মবিশ্বাসের সঙ্গে আজ বৃহস্পতিবার দুপুরে বলেন, ‘গত দুই মাস আমি প্রতিদিন কাজ করেছি। আগে থেকেই ধরে রেখেছি, আমার কাজ এবার দর্শকের ভালো লাগবেই।’ ঠিক তাই। এবার ঈদে আফরান নিশো ও মেহজাবীন অভিনীত একটি টেলিছবি খুব আলোচিত হয়েছে। যাঁরা দেখেছেন, তাঁদের অনেকের কাছেই শোনা যাচ্ছে এই কাজটির কথা। গত মঙ্গলবার এনটিভিতে প্রচারিত হয়েছে টেলিছবি ‘বুকের বা পাশে’।
গত বছর অপূর্ব আর মেহজাবীন চৌধুরীকে নিয়ে মিজানুর রহমান আরিয়ান কোরবানি ঈদে তৈরি করেছিলেন টেলিছবি ‘বড় ছেলে’। এবার একই নির্মাতা আফরান নিশো আর মেহজাবীন চৌধুরীকে নিয়ে তৈরি করেছেন টেলিছবি ‘বুকের বা পাশে’।
গল্পে ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার সময় বাসে ফারিনের সঙ্গে পরিচয় হয় রাশেদের। পাশাপাশি সিট। আদনানের আগেই বাস থেকে নেমে যায় ফারিন। নামার ...













