‘চায়ের কাপে তুমুল বৃষ্টি’ : রোমান্টিক খুনসুটিতে স্পর্শিয়া ও সুমিত (ভিডিও)
টিভি পর্দার দুই প্রিয়মুখ স্পর্শিয়া ও সুমিত। পিয়াল হাসানের গাওয়া ‘চায়ের কাপে তুমুল বৃষ্টি’ শিরোনামের গানটির ভিডিওতে রোমান্টিক খুনসুটিতে মেতেছেন দুজনে।
মূলত এটি প্রকাশের জন্যই এদিন সন্ধ্যায় রাজধানীর এক রেস্তোরাঁয় ডেকে নেন তার কাছের শিল্পী-সাংবাদিকদের।
পিয়াল হাসানকে স্বাগত জানাতে এই অনুষ্ঠানে উপস্থিত হন, গাজী মাজহারুল আনোয়ার, শহীদুল্লাহ ফরায়েজী, আসিফ আকবর, মুহিন, সৈকত নাসির, তরুণ মুন্সি, স্পর্শিয়া, সুমিত সেন, প্লাবন কোরেশীসহ বিভিন্ন টেলিভিশন, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত মিডিয়া ব্যক্তিদের বক্তব্য শেষে কেক কেটে মিউজিক ভিডিওটি উন্মুক্ত করা হয়। এরপর প্রজেক্টরে ভিডিওটি দেখানো হয়।
এটি পিয়াল হাসানের নিজস্ব ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হয়।মিউজিক ভিডিওতে দেখা যায়, ভালোবাসার টানে বাসা থেকে প্রেমিকা স্পর্শিয়া চলে আসেন প্রেমিক সুমিতের কাছে। ভালোবাসার বন্ধনকে দৃঢ় করতে বিয়ে ...













