হট প্যান্ট কেন পরেছেন? ট্রোলড হলেন জাহ্নবী
পরনে হট পিঙ্ক টিশার্ট এভং হট প্যান্ট। ঠিক এই লুকেই সম্প্রতি জুহু বিচে বলিউড অভিনেত্রী জাহ্নবী কপূরকে ফ্রেমবন্দি করলেন পাপারাত্জিরা। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই পোশাকের কারণে ট্রোলিংয়ের শিকার হলেন অভিনেত্রী।
সোশ্যাল অডিয়েন্সের কেউ লিখেছেন, ‘খুব সাধারণ মেয়েকেও হট প্যান্টে সুন্দর দেখতে লাগে, আর একে কেমন লাগছে দেখ...।’ আবার কারও মতে, ‘এই লুকটা একটু বেশি বাড়াবাড়ি হয়েছে...।’ কারও কটাক্ষ ‘এর থেকে তো নগ্ন হয়ে ঘুরলেই পারে...।’
শুধু জাহ্নবী নন, সোশ্যাল অডিয়েন্স টেনে এনেছেন তাঁর মা শ্রীদেবীকেও। জাহ্নবীর এই ছবির নীচে জনৈক লিখেছেন, ‘মায়ের মতো মুখের সার্জারি করে এস। কারণ তোমার মুখটা একটুও আকর্ষণীয় নয়।’
জাহ্নবী প্রথম নন। এর আগে পোশাকের কারণে বহু বলি তারকাকে ট্রোলড হতে হয়েছে। কখনও বিকিনি পরায় ফতিমা সানা শেখ আক্রমণের মুখে পড়েছেন। কখনও বা দীপিকা পাড়ুকোনের ছোট পোশাক নি...














