আমার স্বপ্ন পূরণ হলো না: টয়া
এটিএন বাংলায় আজ রাত আটটায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘সিনেমা হল’–এর ১০০ তম পর্ব। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন কচি খন্দকার। এতে অভিনয় করেছেন মুমতাহিনা টয়া। কথা হলো তাঁর সঙ্গে।
টেলিভিশনে ‘সিনেমা হল’ ১০০ পর্ব পার করল। ভ্রমণটা কেমন ছিল?
ভালো–মন্দ মিলিয়েই ছিল। একটা নাটকের ১০০ তম পর্ব প্রচারিত হচ্ছে, এটাই আনন্দের কথা। এই নাটকের কারণে অনেক দিন পর মোশাররফ ভাইয়ের সঙ্গে অভিনয় করলাম। তাঁর সঙ্গে অভিনয় করলে অনেক কিছু শেখা যায়। শুটিংটা খুব উপভোগ করেছি।
‘শেষ হইয়াও হইল না শেষ’–এর মতো আপনার অভিনীত ‘বেঙ্গলি বিউটি’ ছবিটি মুক্তি হয়েও হলো না, রহস্য কী?
এটার ব্যাপারে আমার কিছু বলার নেই। ছবিটির প্রযোজক, পরিচালক ও অভিনেতা রাহশান নূর ভালো বলতে পারবেন। আমার আসলে দুঃখ একটাই, ছবিটি দুই দফা মুক্তি পেয়ে মাত্র তিনটা হলে তিনটা শো চলল। পরিচিত দু–একজন যাঁরাই ছবিটি দেখেছেন, তাঁরা খুব প্রশংসা করেছেন। কিন্তু আ...













