ভয়ে আছেন শার্লিজ থেরন
চলচ্চিত্রের সর্বোচ্চ পুরস্কার অস্কার পেয়েছেন শার্লিজ থেরন। হলিউডপাড়া থেকে শুরু করে বিশ্বব্যাপী নামডাক তাঁর। ভক্তেরও অভাব নেই। তবু চাকরি খোয়ানোর ভয়ে আছেন এ অভিনেত্রী। তাঁর আশঙ্কা, এই বুঝি তাঁকে বের করে দিল চলচ্চিত্র থেকে। একটি চলচ্চিত্রের শুটিং শেষ হলেই হাঁফ ছেড়ে বাঁচেন তিনি।
মার্কিন একটি সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটি জানালেন এ অভিনেত্রী। শার্লিজ বলেন, ‘প্রতিটি সময়ই মনে হয় আমি নতুন চাকরি শুরু করেছি। আমার ভয় লাগে, এই বুঝি আমাকে বের করে দেওয়া হলো।’
এ ছাড়া শার্লিজ হলিউডের একপেশে চিন্তার দিকটাও তুলে ধরেন। কাউকে গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে লিঙ্গবৈষম্যের বিষয়টি নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘হলিউডে নারীদের ব্যর্থতা থেকে ফিরে আসতে অনেক কঠিন পরিশ্রম করতে হয়। কিন্তু পুরুষের বেলায় এত পরিশ্রম করতে হয় না। তাদের বেলায় বলা হয়, ছবিটা ঠিক হিট করেনি। আর নারীর বেলায় বলা হবে, তার জন্যই ছবি ব্যর্থ হয়েছে।’...













