ভুতুড়ে বিলে মনোনয়নপত্র বাতিল করার অভিযোগ
শরীয়তপুর-১ (সদর-জাজিরা) আসনের বিএনপির মনোনীত প্রার্থী সরদার নাসির উদ্দিনের (কালু) মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ১৯৮৮ থেকে ১৯৯১ সাল পর্যন্ত টেলিফোন বিল বকেয়া থাকার বিষয়টি উল্লেখ করে গত রোববার রিটার্নিং কর্মকর্তা তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। এ সময়কালে নাসির উদ্দিনের কাছে ৩ হাজার ৮১৫ টাকার বিল বকেয়া রয়েছে।
সরদার নাসির উদ্দিন অভিযোগ করেন, মনোনয়নপত্র বাতিল করতে পরিকল্পিতভাবে ভুতুড়ে টেলিফোন বিলের বিষয়টি সামনে আনা হয়েছে। তিনি বলেন, ‘বাছাইয়ের সময় বিটিসিএল কর্তৃপক্ষ ৩০ বছর আগের বিল বকেয়া রয়েছে বলে আপত্তি তোলে। তাৎক্ষণিক আমরা তাদের ফরিদপুর রাজস্ব কার্যালয়ে যোগাযোগ করি। আমার কাছে কোনো বিল বকেয়া নেই এমন প্রত্যয়নপত্র দেয়। সেই কপি রিটার্নিং কর্মকর্তার কাছে তারা ফ্যাক্সযোগে পৌঁছে দেয়। কিন্তু রিটার্নিং কর্মকর্তা তা আমলে না নিয়ে মনোনয়নপত্র বাতিল করেন।’
সাবেক এই সাংসদ আরও বলেন, ‘আমি সংসদ সদস্য থাকা...














