class="post-template-default single single-post postid-24580 single-format-standard wp-custom-logo group-blog vl-boxed aa-prefix-matin-">
Shadow

Corona-র মৃদু উপসর্গ থাকলে X-Ray করান, সিটি স্ক্যানে ক্যানসারের ঝুঁকি : AIIMS

করোনায় আক্রান্ত হলেই, ফুসফুসের স্বাস্থ্য ক্রমশ অবনতি হচ্ছে। শ্বাসকষ্টে অস্থির হয়ে উঠছে সাধারণ মানুষ। তবে অনেকেরই করোনাকালে শ্বাসকষ্ট না হলেও পরবর্তীকালে দেখা গিয়েছে দুর্বল হয়ে পড়েছে শ্বাস নেওয়ার ক্ষমতা। তখনই বেশিরভাগ ক্ষেত্রে অনেকেই বুকে সিটি স্ক্যান করে জানতে চাইছেন ঠিক কী সমস্যা হচ্ছে। ফুসফুসের স্বাস্থ্য ঠিক কেমন আছে? আর এর প্রবণতা বিরাটাকারে বেড়েছে করোনাকালে। তাই এই বিষয়ে  সতর্ক করলেন AIIMS-র ডিরেক্টর রণদীপ গুলোরিয়া।

তিনি জানিয়েছেন, করোনার মৃদু উপসর্গ থাকলে সিটি স্ক্যান নয়, এক্স রে করান। মনে রাখবেন একবার সিটিস্ক্যান, ৩০০ বার এক্সরে-র সমান। কারণ, সিটি স্ক্যানে যে ক্ষতিকারক রেডিয়েশন যন্ত্র ব্যবহার করে, তার থেকে ক্যানসার হতে পারে। কম বয়সিদের সিটি স্ক্যান করানো উচিত নয়। খুব দরকার না পরলে সিটি স্ক্যান করাবেন না।

পাশাপাশি তিনি আরও বলেন, করোনার মৃদু উপসর্গ থাকলে ওষুধ খেলেই কাজ হবে। তার জন্য রোগীদের স্টোরয়েজ নেওয়ার প্রয়োজন নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!