class="post-template-default single single-post postid-49834 single-format-standard wp-custom-logo group-blog vl-boxed aa-prefix-matin-">
Shadow

৩০টি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর

৩০টি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর

 

১. জীবের সমস্ত শক্তি উৎপাদন হয় একটি বিশেষ কোষীয় অঙ্গানু থেকে, সেটি কী?

উত্তর – মাইটোকন্ড্রিয়া।

 

২. একটি বিশেষ কোষীয় অঙ্গানুর কারনে উদ্ভিদ  নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে আবার একই অঙ্গানুর কারনে উদ্ভিদ সবুজ রঙ্য়ের ও হয়ে থাকে। সেটি কি?

উত্তর – ক্লোরোপ্লাস্ট।

 

৩. কোমল পানীয়ের বোতল খুললেই শব্দ করে বুদবুদ বের হওয়ার কারণ কী?

উত্তর – কারণ কোমল পানীয় হচ্ছে তরল – গ্যাস দ্রবণ। এতে অনেক উচ্চচাপে তরলের সাথে গ্যাসের মিশ্রণ করা হয় তাই, বোতল খুললেই শব্দ করে বুদবুদ আকারে গ্যাস বের হয়ে আসে।

 

৪. সাগরের লবনাক্ত পানি থেকে কিভাবে আমাদের দানা দানা খাদ্যলবন প্রস্তুত করা যায়?

উত্তর – স্ফটিকীকরণের মাধ্যমে।

 

৫. আগ্নেয়গিরির উদগীরণে যে গলিত লাভা বের হয় তার উৎস কোথায়?

উত্তর – পৃথিবীর ভেতরের অংশ তিনটি ভাগে বিভক্ত। এর মধ্যে দ্বিতীয় যে স্তর টি আছে তার নাম হচ্ছে গুরুমণ্ডল। আগ্নেয়গিরির লাভা এই গুরুমণ্ডল থেকেই আসে।

 

৬. ১-১০৩ পর্যন্ত বিজোর সংখ্যা গুলোর গড় কত?

উত্তর – ৫২।

 

৭. একটি আয়তকার মাঠের ক্ষেত্রফল ২০ বর্গমিটার এবং পরিসীমা ১৮ মিটার হলে, মাঠটির দৈর্ঘ্য এবং প্রস্ত কত?

উত্তর – ৪ মিটার এবং ৫ মিটার।

 

৮. একটি গাড়ি ৩০ মিনিটে ৬০০ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে চাইলে গাড়িটির বেগ কত হতে হবে?

উত্তর – ২০ মিটার/সেকেন্ড।

 

৯. কার্সর (Cursor) কি?

উত্তর: আলোক রেখা।

 

১০. বহুল প্রচলিত WWW এর পূর্ণ নাম কী ?

উত্তর: World Wide ওএব

 

১১. বাংলাদেশের সংবিধানের মূলনিতি কয়টি?

উত্তর – ৪ টি।

 

১২. বাংলাদেশের মুক্তিযুদ্ধে ‘বীর প্রতীক’ খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক কে?

উত্তর : উইলিয়াম এ এস ওডারল্যান্ড।

 

১৩. বাতাসের শহর বলা হয় কোন শহরকে?

উত্তর – শিকাগো।

 

১৪. যেকোনো উদ্দীপনা বা ঘটনাকে মানুষের স্মৃতিতে ধারন করা কার কাজ?

উত্তর – স্নায়ুটিস্যু।

 

১৫. কিছু বিশেষ উদ্ভিদের ক্লোরোফিল থাকে না তবে এমন একধরনের মূল থাকে যা এদের খাদ্যের যোগানে সাহায্য করে। এটি কী ধরনের মূল?

উত্তর – শোষক মূল।

 

১৬. একটি ২ মিটার প্রস্ত ও ৩ মিটার দৈর্ঘ্যের  পেন্সিলের উচ্চতা কত সেন্টিমিটার হলে এর আয়তন ৩০ ঘনমিটার হবে?

উত্তর – ৫০০ সে.মি.

 

১৭. কিছু কিছু উদ্ভিদ আছে যা পোকামাকড় খেতে পারে। কেন তারা এরকম করতে পারে?

উত্তর – পতঙ্গ ফাদের কারনে।

 

১৮. শ্বেতসার জাতীয় খাবার চিবানোর পর কিছুক্ষন মুখে রাখলে মিস্টি লাগে, এর কারণ কী?

উত্তর – লালায় বিভিন্ন এঞ্জাইম থাকে। খাদ্য চিবানোর সময় লালায় থাকা একটি বিশেষ এনজাইম শ্বেতসার জাতীয় খাবারকে শর্করায় পরিনত করে। তাই এটি মিস্টি লাগে।

 

১৯.মানবদেহের সবথেকে বড় গ্রন্থি কোনটি?

উত্তর – যকৃত।

 

২০. মানবদেহের প্রহরীর মতো কাজ করে কোনটি?

উত্তর – শ্বেত রক্তকনিকা।

 

২১. S.I পদ্ধতি এর পূর্ণরুপ কী?

উত্তর – International System of Unit.

 

22. সূর্য থেকে যদি হঠাৎ আলো আসা বন্ধ হয়ে যায় তা আমরা কত সময় পর অনুভব করতে পারবো?

উত্তর – ৮ মিনিট ৩২ সেকেন্ড।

 

২৩. কাচ তৈরির প্রধান কাচামাল কোনটি?

উত্তর – বালি।

 

২৪. কোন গ্যাস মানুষকে হাসাতে পারে?

উত্তর – নাইট্রাস অক্সাইড।

 

২৫. মানবচক্ষুর একমাত্র আলোক সংবেদী স্তর  কোনটি?

উত্তর – রেটিনা।

 

২৬. কোনো একটা বস্তুতে যদি ৫০° কোণে আলো আপতিত হয় তাহলে এই আলোর প্রতিফলন কোণ কত হবে?

উত্তর – ৫০°

 

২৭. ত্রিপুরা রাজ্যের বর্তমান নাম কী?

উত্তর – কুমিল্লা।

 

২৮. মাকড়সার রেচন অঙ্গের নাম কী?

উত্তর – কক্সাস গ্রন্থি।

 

২৯.: পদ্মা সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করা হয় কবে?

উত্তর : ১২ ডিসেম্বর ২০১৫।

 

৩০. বর্তমানে নিপার বয়স ১০ এবং তার বোনের বয়স এর অর্ধেক। ৪ বছর পর নিপার বয়স ১৪ হলে নিপার বোনের বয়স কত হবে?

উত্তর – ৯ বছর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!