Tuesday, April 22

জিজি প্ল্যান্টে কয়দিন পর পর পানি দিতে হয়?

ইনডোর গাছ যারা শখ করে রাখেন তাদের পছন্দের একটি গাছ জিজি প্ল্যান্ট বা জানজিবার প্ল্যান্ট । এ গাছটি অল্প আলো ও রোদ ছাড়া অনায়াসে টিকে থাকতে পারে। আজ জানবো জিজি প্লান্টে কত দিন পরপর পানি দিতে হয় ।

জিজি প্ল্যান্ট

জিজি প্লান্টে কত দিন পর পর পানি দিতে হয় তা নির্ভর করে গাছটির মাটি কতটা শুকনো তার ওপর।

মাটি একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেলে তবেই জিজি প্ল্যান্টে পানি দেবেন। তবে একেবারে বেশি পানি দেওয়া যাবে না। দিতে হবে কম কম করে।

সাধারণত জিজি প্ল্যান্টে ২-৩ সপ্তাহে একবার পানি দিতে হয়। গরম কালে একটু বেশি আর শীতে যদি মাটি ভেজা ভেজা থাকে তবে একেবারেই দিতে হবে না।

তবে যারা জিজি প্ল্যান্ট থেকে নতুন চারা তৈরির কথা ভাবছেন, তারা গাছের পাতা গোড়া থেকে কেটে পানিতে ভিজিয়ে রাখতে পারেন মানিপ্ল্যান্টের মতো। ১৫-২০ দিন পর পাতার গোড়ায় শিকড় গজাবে। আবার চাইলে ডালও কেটে রাখা যায়। আবার পাতা যদি মাটিতে পুঁতে রাখেন তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে ওই মাটি যেন শুকিয়ে না যায়। শিকড় গজানোর পর জিজি প্ল্যান্টটিকে বড় টবে রোপণ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *