Monday, December 23
Shadow

টবের গাছে সার কিভাবে দেবেন

টবের গাছে সার দেওয়া ও সারের পরিমাণ নিয়ে অনেক শখের বাগানির টেনশনের শেষ নেই। টবের গাছে মাসে তিনবার সার প্রয়োগ করতে হয়।

প্রথমবার: এক লিটার পানিতে আধা চা চামচ করে ইউরিয়া, এমওপি/পটাশ ও টিএসপি (মেটে সার) সার গুলিয়ে নিন। সঙ্গে এক চিমটি সালফার বা বোরন দিন।

সকল সার পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। দরকার হলে একরাত রেখে দিন। এবার ওই পানি টবে এমনভাবে দিন যেন গাছের গোড়ায় পানি ঠিকঠাক যায়। মাটি ভেজা থাকলে দেবেন না। মাটি শুকানোর পর গোড়ায় দেবেন।

 

২৫ কেজি রেডিমিক্স সয়েল বা ভারমি কম্পোস্ট কুরিয়ার চার্জসহ ৫০০ টাকা। অর্ডার করতে এই পেইজের ইনবক্সে অর্ডার করুন।

 

দশ দিন পর: আবার এক লিটার পানিতে আধা চা চামচ ইউরিয়া এক চিমটি জিংক মেশান। এবার গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এবার ভালোভাবে স্প্রে করে গাছ ভালোভাবে ভিজিয়ে দিন।

 

দশ দিন পর: এক লিটার পানিতে হাফ চা চামচ ইউরিয়া + সালফার অথবা বোরন দুটোর মধ্যে প্রথমবার যেটি নিয়েছেন সেটি বাদে অন্যটি নিন।

আগের নিয়মে স্প্রে করে গাছ ভিজিয়ে দিন।

 

সার মিশ্রিত পানির পরিমাণ: সার মিশ্রিত পানির পরিমাণ গাছের বয়স ও ধরন অনুযায়ী ভিন্ন হবে। চারা, ছোট গাছের জন্য অল্প পানি দিতে হবে।

 

টবের টমেটো গাছে কোন সার কতটুকু দেবেন

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Please disable your adblocker or whitelist this site!