পর্দার রানি ক্লেয়ার
পৃথিবী তাঁকে চেনে ব্রিটিশ সাম্রাজ্যের ‘সম্রাজ্ঞী’ হিসেবে। রানি দ্বিতীয় এলিজাবেথ চরিত্রে তাঁর অনবদ্য অভিনয়ই যার কারণ। ঠাট্টা করে বলা হয়, স্বয়ং সম্রাজ্ঞীও নিজ চরিত্রে এতটা ভালো মানিয়ে নিতে পারতেন না। সিনেমাবিষয়ক ট্যাবলয়েডগুলো তো ‘হলিউডের নতুন রানি’র স্বীকৃতি দিয়েছে ক্লেয়ার কে। খাঁটি ব্রিটিশ পরিবারে জন্ম। তাই ছোটবেলা থেকেই ব্রিটিশ আভিজাত্যটা রপ্ত করেছেন ভালোভাবেই। হাই স্কুলের পাট চুকিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন নাট্যকলায়। অক্সফোর্ডে অভিনয়ের ওপর কোর্স করেছেন। ছোট পর্দায় সূচনা ২০০৮ সালে হররধর্মী টিভি সিরিজ ‘বিইং হিউম্যান’-এ ছোট্ট চরিত্র দিয়ে। প্রধান চরিত্রে সুযোগ পেতে বেশি দিন অপেক্ষা করতে হয়নি। একই বছর বিবিসির ‘লিটল ডরিট’-এ নাম ভূমিকায় অভিনয় তাঁকে ব্রিটেনজুড়ে তারকা খ্যাতি দেয়। পরে ‘আপস্টেয়ারস ডাউনস্টেয়ারস’, ‘দ্য প্রমিজ’ ইত্যাদি সিরিজে তাঁর অভিনয় প্রশংসা পায়। কিন্তু
প্রশংসা পেলেও ঠিক তা...














