‘আমরা শুধুই গ্ল্যাম ফ্যাক্টর নই’
এক নায়িকা লাইম গ্রিন রঙের কুর্তি-শরারায় লাইমলাইটের মধ্যমণি। আর এক নায়িকা লাল-পাড় সাদা কাতান সিল্কে লাবণ্যময়ী।
দেব অভিনীত ও প্রযোজিত ‘হইচই আনলিমিটেড’-এর প্রচারে কৌশানী মুখোপাধ্যায় ও পূজা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আড্ডাপর্বে প্রথমেই উঠল গ্ল্যামারের প্রসঙ্গ। ‘হইচই...’-এর গ্ল্যাম ফ্যাক্টর কি আপনারা? কৌশানীর পাল্টা প্রশ্ন, ‘‘আপনার কি তাতে কোনও সন্দেহ আছে?’’ পূজা বললেন, ‘‘নায়িকারা সাধারণত ছবিতে গ্ল্যাম ফ্যাক্টর হয়। কিন্তু এই ছবিতে সব চরিত্রের সমান গুরুত্ব।’’ তাতে কৌশানীর সংযোজন, ‘‘এখানে কিন্তু নায়িকা চার জন। আমি-পূজা ছাড়াও মানসীদি (সিংহ) কনীনিকাদিও (বন্দ্যোপাধ্যায়) গ্ল্যাম ফ্যাক্টর। তবে আমরা দু’জন একটু স্পাইস আপ করে দিয়েছি।’’ সেটেও কি তবে স্পটলাইট আপনাদের উপরেই ছিল? কৌশানীর জবাব, ‘‘খরাজদা (মুখোপাধ্যায়) অপুদার(শাশ্বত চট্টোপাধ্যায়) মতো সিনিয়র শিল্পীরা থাকতে আমরা কি স্পটলাইট পেতে পারি? দেব নিজেই ...










