প্রথমবারের মতো বিমানবন্দর উন্নয়ন সূচক প্রকাশ করলো চীন
শাংহাইতে ২০২৪ নর্থ বুন্ড ফোরামে প্রথমবারের মতো বিমানবন্দর উন্নয়ন সূচক উন্মোচন করলো চীন। মঙ্গলবার প্রকাশিত এ সূচকে হংকং, ম্যাকাও ও তাইওয়ান ছাড়া চীনের বিমানবন্দরের মূল্যায়ন সূচক ১০৬ দশমিক ৬৫-এ দাঁড়ায়।
২০১৯ সালকে বেসলাইন বা ১০০ পয়েন্ট হিসাবে ধরে এই সূচক প্রকাশ করা হয়। অর্থাৎ সূচকটি চার বছরে ৬ দশমিক ৬৫ শতাংশ বেড়েছে। এতে বোঝা যায় চীনের বিমানবন্দরগুলোর উন্নয়ক প্রাক-মহামারি স্তরকেও ছাড়িয়ে গেছে।
সূচকটিতে মোট ছয়টি বিষয় বিবেচনা করা হয়েছে—নিরাপত্তা, প্রবেশের সহজীকরণ, সুবিধা, পরিষেবা, পরিবেশগত স্থায়িত্ব এবং অর্থনৈতিক অবদান।
শিল্প বিশেষজ্ঞরা বিমানবন্দরে জনসাধারণের প্রবেশের সহজীকরণকে কার্যকরভাবে উন্নত করতে ছোট আঞ্চলিক বিমানবন্দরগুলোকে অগ্রাধিকার দেওয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়ার পাশাপাশি বেশি পরিমাণ যাত্রী পরিবহনের প্রতিও মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
চীনের বেসরকারি বিমান পরি...