আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিলের প্রতিশোধ
বাংলা ট্রিবিউন : সৌদি আরবে প্রীতি ম্যাচে আর্জেন্টিনা ও ব্রাজিলের ম্যাচ প্রীতি হলেও ঝাঁজ ছিল অন্য রকম। কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে দুই চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই দেখতে গ্যালারিতে ছিল উপচে পড়া ভিড়। শুরু থেকে নিষ্প্রাণ লড়াইয়ের আভাস দিলেও শেষ মুহূর্তের গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে ব্রাজিল। মঙ্গলবার ১-০ গোলে আর্জেন্টিনাকে হারিয়েছে তিতের দল। গত বছর মেলবোর্নের সুপার ক্লাসিকোতে একই ব্যবধানে হারের প্রতিশোধ নিলো ব্রাজিল।
৮ মিনিটে নিকোলাস তাগলিয়াফিকোর কাছ থেকে বল পেয়ে প্রথম শট নিয়েছিলেন জিওভানি ল চেলসো। সেটা গোলবারের পাশ দিয়ে লক্ষ্যভ্রষ্ট হয়।
ব্রাজিল আধঘণ্টা না হতেই এগিয়ে যেতে পারতো। কিন্তু ২৮ মিনিটে দারুণ চেষ্টায় আর্জেন্টিনাকে উদ্ধার করেন নিকোলাস ওতামেন্দি। নেইমারের ফ্রি কিক আর্জেন্টিনা বিপদমুক্ত করলেও কাসেমিরো আবার বক্সের মধ্যে বল পাঠান। ব্যাকপোস্টের কাছ থেকে শট নেন মিরান্দা। গোললাইনে দাঁড়িয়ে স...












