অডিও বাজার এখনো জমজমাট
অডিও বাজার এখনো জমজমাট
বর্তমান সময়ের একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও সুরকার শান শেখ।একটি সঙ্গীত পরিবারে জন্ম তাই গানের শুরুটাও সেই ছোট বেলা থেকে হয়। জনপ্রিয় বেশ কিছু গানে, সুর, সংগীত ও গায়ক হিসেবে দর্শকদের মনে সাড়া ফেলেছেন। তার বর্তমান ও ভবিষ্যত নিয়ে কথা বলেছেন, মাটি নিউজ ডট কমের সাথে।
মাটি : গানের জগতে পথ চলার গল্প?
শান : গানের শুরুটা, যখন বুঝতে শিখেছি তখন থেকেই । আমার পরিবারের সবাই সংস্কৃতির সাথে সম্পৃক্ত, তাই কোন বাধা ছিল না । আমার চাচার কাছে আমার প্রথম হাতে খড়ি। পরবর্তীতে উস্তাদ সঙ্কর এর কাছে তালিম নেই। তিনিই আমার সঙ্গীত গুরু। ছোট বেলা থেকে এখন পর্যন্ত সঙ্গীতকে ধারণ করে আছি। মৃত্যু পর্যন্ত করতে চাই।
মাটি : একট সময় অডিও বাজার অনেক জমজমাট ছিল, এখন আর নেই , কেন ?
শান : জমজমাট নেই বললে ভুল হবে। কারণ অডিও বাজার এখনো জমজমাট। পার্থক্য এতটুকু আগে দে...