বিজয়ের উল্লাস : লেখক সাইয়েদা আক্তার (কবিরানী)
বিজয়ের উল্লাস : লেখক সাইয়েদা আক্তার (কবিরানী)
বিজয়ের উল্লাস : সাইয়েদা আক্তার (কবিরানী)
*******************************************
বাঙালি জাতির বিজয় সীমাবদ্ধ করোনা পতাকায়
এ বিজয় স্বতস্ফূর্তভাবেই যেন গণতন্ত্রের কথা কয়
বাঙালির বিজয় রক্তের বিনিময়ে দুর্লভ এ অর্জন
এ বিজয় অন্যায়কে রুখতে তুলে ব্যাঘ্ররূপী গর্জন
বিজয় হোক গণতন্ত্রের সুষ্ঠু প্রতিষ্ঠার দীপ্ত আলো
বিজয় মুছে দেবে জাতিগত বিভেদ সকল কালো
বিজয় এসেছে মা বোনের সম্ভ্রম হারিয়ে একাত্তরে
বিজয় এসেছে বাংলার সমস্ত সবুজ প্রকৃতি পুড়ে
বিজয় এসেছে রক্তের নদীতে উত্তাল স্রোত বইয়ে
বিজয় এসেছে বুদ্ধিজীবী,শ্রমিকের রক্তে ভিজিয়ে
বিজয় এসেছে শানিত তপ্ত কণ্ঠে মুজিবের বাণীতে
বিজয় এসেছে সাত-ই মার্চের ভাষণের ঝুলিতে
আগামীর বিজয় হোক আমৃত্যু বাঙ্গালী জাতির
বিজয়-এর পতাকা হাতে নবদ্বার খোলো হে বীর।...