ফেসবুক থেকে : মারাত্মক হুমকি আকাশমণি চারা
কী দেখছেন? সমাজবিজ্ঞান অনুষদের ক্যান্টিনের পাশে এতগুলো গাছ এর চারা! খুশি লাগছে না? খুব বৃক্ষরোপণ হচ্ছে! খুব বনায়ন হচ্ছে! খুব উপকার হচ্ছে বলে মনে হচ্ছে পরিবেশের! আনন্দে বিমোহিত চিত্তে একটু বাগড়া দিই।আজকে দুপুর ১২ টা নাগাদ এসে পৌঁছানো এ বিপুলসংখ্যক চারাগুলো হচ্ছে একাশিয়া গাছের চারা।#একাশিয়া, #আকাশমণি,#Acacia_Mangium অথবা #Black_Wattle। বাড়ি তার অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, পাপুয়া নিউগিনি অঞ্চলে।এই ব্ল্যাক ওয়াটেলেরই আরেক প্রজাতি একাশিয়া মরিনসি পৃথিবীর ভয়ানক আগ্রাসী ১০০ প্রজাতির তালিকাভুক্ত যা আঞ্চলিক জীববৈচিত্র্য ও উদ্ভিদ বৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি হিসেবে বিবেচ্য।
ক্যাম্পাসের বিভিন্ন পাহাড়ে,জমিতে খুব জাঁকিয়ে বেড়ে ওঠা এই আকাশমণির দাপট দেখে আপনাদের অন্ধ চিত্ত যতই আনন্দিত হোক পরিবেশ, পাখি,পোকামাকড় এমনকি আমাদের মাটি কিন্তু তাতে মোটেও উপকৃত হয় না। উপকার করা, বিশেষত যে প্রকৃতি আপনাকে আলো,বা...












