আমি জীবিত থেকেও ক্রমেই মরে যাচ্ছি : মিলা
আমি জীবিত থেকেও ক্রমেই মরে যাচ্ছি : মিলা
মিলা বললেন, অনেকেই বলছেন আমাকে যে আমি নিজেকে কেন জীবিত নুসরাত বললাম, আমি নিজেকে কী বলবো আমি তো এখনো মরি নাই। নুসরাতের সাথে একটা ঘটনা ঘটনার পর তাঁকে জ্বালিয়ে দেয়া হলো। আমাকে এখনো মেরে ফেলা হয় নাই, আমি জীবিত থেকেও ক্রমেই মরে যাচ্ছি। হয়তো যে কোনো মুহূর্তে আমাকে মেরেও ফেলা হতে পারে। হয়তো আমি মারা যাই নাই, এখনও মেরে ফেলা হয় নাই বলে আমার পাশে দাঁড়াচ্ছেন না আপনারা। তাহলে কি আপনারা কাল আমাকে মৃত দেখতে চান?
বুধবার রাজধানীর বেইলি রোডের ক্যাফে থার্টি থ্রি রেস্টুরেন্টে সাংবাদিক সম্মেলনে এমন আক্ষেপ, আবেদন মেশানো কণ্ঠে এসব বলেন কণ্ঠশিল্পী মিলা। এসময় মিলার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
২০১৭ সালের মে মাসে পারিবারিকভাবে বৈমানিক পারভেজ সানজারির সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন মিলা। বিয়ের পর সঙ্গীত সাধনায় হয়ে পড়েন অনিয়মিত। জড়িয়ে যান সংসার জীবনের দ্বন্দ্ব-বিবাদে। না...














