দীপিকা পাড়ুকোন আর ক্যাটরিনা কাইফ : এসব কিসের লক্ষণ?
দীপিকা পাড়ুকোন আর ক্যাটরিনা কাইফ—একসময় তাঁরা দুজনই রণবীর কাপুরের সঙ্গে প্রেম করেছেন। দীপিকা-রণবীরের ঘনিষ্ঠতা ছিল ২০০৯ সাল পর্যন্ত। ওই বছর রাজকুমার সন্তোষীর ‘আজব প্রেম কি গজব কাহানি’ ছবিতে জুটি হন রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ। আর তখন এই দুজনের প্রেমের জোর গুঞ্জন শুরু হয়। রণবীর কাপুরের জীবন থেকে সরে যান দীপিকা পাড়ুকোন। রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ নিজেদের প্রেম নিয়ে কয়েক বছর লুকোচুরি খেলছেন। একসময় মুম্বাইয়ের কার্টার রোডে একই ফ্ল্যাটে ওঠেন তাঁরা। তখন শোনা যায়, শিগগিরই তাঁদের বাগদান হচ্ছে। সংবাদমাধ্যম কিন্তু সব সময়ই পিছু লেগে ছিল। সুযোগ পেলেই রণবীর আর ক্যাটরিনার সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হতো দীপিকাকে। আর দীপিকা তখন শুধুই বলেছেন, ‘অল দ্য বেস্ট’।
২০১৫ সালের ১১ জানুয়ারি মুম্বাইয়ে স্টার গিল্ড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সবাইকে অবাক করে দিয়ে দীপিকা পাড়ুকোন বলেছিলেন, ‘আমি যদি ক্যাটরিনা হতাম, তাহলে রণবীর ক...