এনগেজমেন্ট সেরেছেন অঙ্কুশ ঐন্দ্রিলা?
বিয়ে যে একদিন হবেই এটা তো জানাই ছিল, কিন্তু তাই বলে এত তাড়াতাড়ি লুকিয়ে এনগেজমেন্ট? সন্দেহ বাড়ছে সোশ্যাল মিডিয়ায় ঐন্দ্রিলার পোস্টকে ঘিরেই। পোস্টটিতে দেখা যাচ্ছে ঐন্দ্রিলা একটি আংটি পড়েছেন। তবে সেটি সাধারণ আংটি নয়। বিশেষত্ব এটাই যে, পুরো ছবিটিতে আংটি কিন্তু মন কেড়ে নিচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এইরকম পোস্ট দেওয়ায় কেবল ভক্তরা নন, প্রশ্ন তুলেছেন সেলেব মহলেরও কেউ-কেউ। সেই প্রশ্নের উত্তর সংশয় আরও বাড়িয়ে দিচ্ছে, যখন তাতে ঐন্দ্রিলা কমেন্ট করছেন, আন্দাজ করে নাও! নায়িকা সরাসরি বিষয়টিকে উড়িয়েও দিচ্ছেন না, আবার প্রকাশ্যেও আনছেন না। তবে কি... এনগেজমেন্টটা সেরেই ফেললেন? দেখা যাক, সময় কী বলে!...